মুম্বই: ফের শুরু হতে চলেছে আইপিএল। আগামী ১৭ মে থেকে শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। আগামী ৩ জুন ফাইনাল খেলা হবে। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে কিছুদিনের জন্য স্থগিত রয়েছে টুর্নামেন্ট এই মুহূর্তে। যা ফের শুরু হতে চলেছে আগামী ১৭ মে থেকে। মোট ১৭টি ম্য়াচ খেলা হবে ৬টি ভেনুতে। দুটো ডাবল হেডার ম্য়াচ রয়েছে। যা দুটো রবিবারে খেলা হবে।
যে ৬টি ভেন্যুতে খেলা হবে, সেগুলো হল বেঙ্গালুরু, লখনউ, দিল্লি, মুম্বই, আমদাবাদ ও জয়পুর। প্লে অফের প্রথম কোয়ালিফায়ার হবে আগামী ২৯ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১ জুন। প্রথম এলিমিনেটর খেলা হবে আগামী ৩০ মে। তবে প্লে অফ ও ফাইনাল কোন ভেনুতে হবে এখনও পর্যন্ত জানানো হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল ফাইনাল। কিন্তু পরিবর্তিত সূচিতে ইডেন গার্ডেন্সে আর কোনও ম্য়াচই রাখা হয়নি। সেক্ষেত্রে ইডেন থেকে সরতে পারে ফাইনাল। যা হওয়ার প্রবল সম্ভাবনা আমদাবাদ স্টেডিয়ামে।
নতুন সূচিতে প্রথম ম্য়াচেই খেলতে নামবে কেকেআর। তাঁদের প্রতিপক্ষ আরসিবি। যা হবে চিন্নাস্বামীতে। ১৮ মে দুটো ম্য়াচ রয়েছে। প্রথম ম্য়াচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে পঞ্জাব কিংসের। দ্বিতীয় ম্য়াচে দিল্লি ও গুজরাত আমনে সামনে হবে। ১৯ মে লখনউ ও হায়দরাবাদের লড়াই। ২০ মে চেন্নাই ও রাজস্থান মুখোমুখি হবে। এছাড়া গ্রুপের শেষ ম্য়াচটি ২৭ মে বেঙ্গালুরু ও লখনউয়ের মধ্য়ে হবে।
এদিকে, ফের আইপিএল শুরু হলেও অজি ক্রিকেটারদের হয়ত আর এবারের মত পাওয়া যাবে না। আইপিএল স্থগিত হওয়ার পর মিচেল স্টার্ক যখন দেশে ফিরে গেলেন, তখন তিনি কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। স্টার্কের সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। যদিও নাইন নিউজ তাদের একটি খবরে স্টার্কের ম্যানেজারের সঙ্গে কথা বলে জানিয়েছে যে, বাকি আইপিএলের জন্য তিনি ভারতে ফিরবেন না। অর্থাৎ দিল্লি ক্যাপিটালস শিবির বিরাট ধাক্কা খেতে পারে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে চমৎকার পারফর্ম করেছেন স্টার্ক।
এছাড়া প্য়াট কামিন্সের সানরাইজার্স প্লে অফের দৌড়ে নেই। তিনিও আর হয়ত ভারতে ফিরবেন না এই পরিস্থিতিতে। অন্যদিকে এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল ট্রফির স্বপ্ন দেখছে। দুরন্ত ছন্দে বিরাট কোহলিরা। আর সেই সাফল্যে অস্ট্রেলীয় বোলার জস হ্যাজলউড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু এখন তাঁর ভারতে ফিরে আসা কঠিন। তার কাঁধে ব্যথা আছে, যে কারণে তিনি আরসিবি-র শেষ ম্যাচও খেলতে পারেননি। আইপিএল শুরু হওয়ার আগেও তিনি চোটের সঙ্গে লড়াই করছিলেন।