কলকাতা: আইপিএলের (IPL 2024) মন্ত্রই হল 'Where talent meets opportunity' অর্থাৎ যেখানে প্রতিভাবানরা নিজেদের মেলে ধরার সুযোগ পান। প্রতি বছরই মেগা টুর্নামেন্টের মঞ্চে বেশ কিছু অখ্যাত ক্রিকেটার নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেটবিশ্বের নজর কাড়েন। হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরারা তো আইপিএলের সুবাদেই প্রাথমিকভাবে খ্যাতি পেয়েছিলেন। এ বছরও কিন্তু বেশ কিছু তরুণ ক্রিকেটার নিজেদের পারফরম্যান্সে আইপিএলের মঞ্চে শোরগোল ফেলে দিয়েছেন।


এই তালিকায় সবার প্রথমেই ময়ঙ্ক যাদবের (Mayank Yadav) নাম উঠে আসবে। ময়ঙ্ক নিজের আইপিএল অভিষেকেই আগুনে গতির বোলিংয়ে পাঞ্জাব কিংসের ব্যাটারদের বিপাকে ফেলেন। তিন উইকেট নিয়েছিলেন তরুণ তুর্কি। পরের ম্যাচে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিদেরও ময়ঙ্কের গতি সামলাতে বেগ পেতে হয়। ওই ম্যাচেও তিন উইকেট আসে তাঁর ঝুলিতে। সেই ম্যাচেই ২১ বছরের ফাস্ট বোলার চলতি মরশুমের দ্রুততম, ১৫৬.৭ কিমি গতির বলটা করেন। ময়ঙ্কের বোলিং কিন্তু সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলকেই প্রভাবিত করেছে। তাঁকে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠছে। 


এদিকে ময়ঙ্ক যেখানে নিজের বলের গতিতে আগুন ঝরাচ্ছেন, সেখানে ব্যাট হাতে ইনিংসের শুরুতেই ঝড় তুলছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। সানরাইজার্স প্রথম দল হিসাবে এক মরশুমে তিনবার ২৫০ রানের গণ্ডি পার করেছে। ট্র্যাভিস হেড এবং অভিষেক দুই ওপেনার ইনিংসের শুরুতেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে দলের জন্য মজবুত ভিত গড়ে দিচ্ছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই অভিষেক ১২ বলে ৪৬ রান করেন। ১২টির মধ্যে আটটি বলই মাঠের বাইরে পাঠান তিনি। মরশুমে এখনও পর্যন্ত তাঁর স্ট্রাইক রেট ২১৫.৯৭। সাত ম্যাচে ২৫৭ রান করে ফেলেছেন বাঁ-হাতি ব্যাটার। অভিষেকের নির্ভীক ব্যাটিংয়ে মুগ্ধ আট থেকে আশি সকলেই।


সবশেষে যার কথা না বললেই নয়, তিনি রিয়ান পরাগ (Riyan Parag)। ব্রায়ান লারা অকপটে রিয়ানকেই এ মরশুমের সবথেকে বড় ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছেন। সূর্যকুমার তো স্পষ্ট বলেই দিচ্ছেন এটা রিয়ান পরাগ ২.০। সূর্য, লারারা যে ভুল নন, পরিসংখ্যানই তার প্রমাণ। বিগত তিন মরশুম মিলিয়ে রিয়ান যেখানে ৩৫ ম্যাচে ৩৫৪ রান করেছিলেন, সেখানে এ মরশুমের ইতিমধ্যেই ৬৩.৬০ গড়ে ৩১৮ রান করে ফেলেছেন অসমের তারকা। সাত ইনিংসে এসেছে তিনটি হাফ সেঞ্চুরিও। পরাগের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে কিন্তু জোর জল্পনা। 


তবে রিয়ান, ময়ঙ্করা কি ভারতীয় বিশ্বকাপ দলে সুযোগ পাবেন? মেগা টুর্নামেন্টের দল নির্বাচনের আগে আইপিএল ব্যতীত ভারতীয় ক্রিকেটারদের আর কোনও ম্যাচ নেই। তাই যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেতে আইপিএলের ফর্ম ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় নির্বাচকরা কি বিশ্বকাপে রিয়ান পরাগদের পরখ করে দেখবেন? এই মাসের শেষেই তার জবাব মিলতে পারে। খবর অনুযায়ী, ২৭ বা ২৮ এপ্রিল বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছাইয়ের উদ্দেশে নয়াদিল্লিতে অধিনায়ক রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন জাতীয় নির্বাচকরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: CSK ম্যাচেই চোট সারিয়ে ফিরছেন ময়ঙ্ক? তারকা বোলারের ফিটনেস আপডেট দিলেন LSG বোলিং কোচ