নয়াদিল্লি: আইপিএলের মধ্যেই জন্মদিন রোহিত শর্মার। ৩৪ বছর সম্পূর্ণ করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। শুক্রবারই ৩৪তম জন্মদিন রোহিত শর্মার। আইপিএল খেলার ফাঁকেই মুম্বই ইন্ডিয়ান্সের 'হিটম্যান'কে নিয়ে উন্মাদনায় ভাসলেন ভক্ত ও অনুরাগীরা। দিনভর রোহিতের জন্য শুভেচ্ছাবার্তার ঢল। তবে সেরা বার্তাটা দিলেন সম্ভবত স্ত্রী রীতিকা। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, মেয়ে সামাইরার কোলে মাথা রেখে ঘুমোচ্ছেন রোহিত। রীতিকা লিখলেন, 'জন্মদিনের সেরা শুভেচ্ছা রো। আমাদের জীবনের সেরা প্রাপ্তি তুমি। তোমার জন্য পৃথিবীটা আমাদের কাছে এত সুন্দর...'।
রীতিকার সেই পোস্ট সোশ্যাম মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রীতিকার পোস্টে দেওয়া ছবিতে রোহিত কন্যা সামাইরার পাশে দেখা যাচ্ছে একটি খেলনা ফোন। সেটি দেখে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সূর্যকুমার যাদব লেখেন, 'আরে সামাইরার নতুন ফোনটি তো বেশ।'
রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদেহ স্পোর্টস ম্যানেজার। এক সময় তিনি রোহিতের ম্য়ানেজার হিসাবে কাজ করেছেন। রোহিতের ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও কন্ট্র্যাক্টের যাবতীয় কাজ সামলাতেন রীতিকা। ফলে সব সময় থাকতেন রোহিত শর্মার কাছাকাছি। সেই থেকেই তাঁদের ঘনিষ্ঠতা। বিয়ের আগে ছবছর ডেটিং করেছেন রোহিত ও রীতিকা। তার পর বিয়ের সিদ্ধান্ত নেন। শোনা যায়, আইপিএল চলাকালীনই রীতিকাকে রীতিমতো হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহিত।
২০০৭ সালের জুন মাসে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক হয় রোহিতের৷ তাঁর প্রথম শতরানের জন্য তাঁকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল৷ ২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে জোড়া শতরান করেন তিনি৷ এরপরের শতরানের জন্য আবার ছিল ৩ বছরের অপেক্ষা৷ অর্থাৎ প্রথম তিনটি শতরান তিনি করেছিলেন ৬ বছরে৷ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি রোহিতকে। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের স্তম্ভ হয়ে ওঠেন অল্প সময়েই। এখন টেস্ট দলেও ওপেনার হিসাবেও নিজের জায়গা কার্যত পাকা করে ফেলেছেন। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে তাঁর ঈর্ষণীয় সাফল্য।