নয়াদিল্লি: আইপিএলে বেশ কয়েকটি নিয়ম চালু রয়েছে, যা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়। এই নিয়মগুলির অন্যতম হল ইমপ্যাক্ট খেলোয়াড়ের (Impact Player) নিয়ম। এই নিয়মের মাধ্যমে একজন খেলোয়াড়ের পরিবর্তে অন্যজনকে মাঠে নামানো যায়। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) একেবারেই এই নিয়মের পক্ষপাতী নন। উল্টে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।


সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত বলেন, 'আমার মনে হয় এতে অলরাউন্ডারের উন্নতিতে বাধার সৃষ্টি হবে, কারণ দিনের শেষে ক্রিকেটটা ১১ জনে খেলে, ১২ জনে নয়। আমি একেবারেই ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মের পক্ষে নই। কয়েকজনকে বিনোদন দেওয়ার লক্ষ্য়ে এই নিয়ম চালু করায় লাভের লাভ কিছুই হচ্ছে না। বরং এই নিয়ম অনেক কিছু কেড়ে নিচ্ছে।'


ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মের জেরে ওয়াশিংটন সুন্দর, শিবম দুবের মতো ক্রিকেটাররা নিজেদের অলরাউন্ড প্রতিক্ষার প্রদর্শন করতে পারছেন না বলেই রোহিত জানান। এতে ভারতীয় নির্বাচকদের আসন্ন বিশ্বকাপের জন্য দল বাছাই করতেও চাপ হচ্ছে। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়মের জেরে সমস্যার কথা জানালেও, রোহিত কিন্তু স্পষ্টই জানিয়ে দেন যে তাঁর কাছে এই সমস্যার কোনও সমাধান নেই। 'আমি জানি না এই সমস্যা সমাধানের জন্য ঠিক কী করা উচিত। তবে আমি এই নিয়মের একেবারেই ভক্ত নই।' যোগ করেন ভারতীয় অধিনায়ক।


আজ নিজেদের সপ্তম আইপিএল ম্যাচে মাঠে নামছে রোহিত শর্মাদের দল। মুম্বই পরপর দুই ম্যাচ জিতলেও, গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছিল পল্টনদের। রোহিত শর্মা কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকিয়েও দলকে বাঁচাতে পারেননি। আজ তাঁদের লড়াই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে রোহিতের দিকে তো নজর থাকবেই। নজর থাকবে ঈশান কিষাণের দিকেও। রোহিত শর্মা ও ঈশান কিষাণ ওপেনিং জুটিতে ৩০৮ রান যোগ করেছেন। যা চলতি আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ। ৬ ইনিংসের মধ্যে চারটিতে পঞ্চাশ বা তার বেশি রানের জুটি গড়েছেন দুজনে। সবচেয়ে বড় কথা, ওভার প্রতি ১১ রান করে তুলছেন দু'জনে।


পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ে এত বড় নামও নেই। ছন্দও নেই। পাঞ্জাবের দুই ওপেনার শিখর ধবন ও জনি বেয়ারস্টো সেখানে মাত্র ৮.৩৩ গড়ে ১৬৮ রান তুলেছেন। আগের ম্যাচে চোট পাওয়া ধবনের পরিবর্তে অথর্ব তাইডে ওপেন করেছিলেন। কিন্তু তাতেও ছবিটা পাল্টায়নি। আজ কি ছবিটা বদলাবে? লিগ টেবিলে আট ও নয় নম্বর দলের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সারেনি আঙুলের চোট, গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন সিএসকে তারকা