মুম্বই: চলতি আইপিএল (IPL 2024) মরশুমে ১০ ম্যাচে মাত্র তিনটি জিতেছে দল। প্লে-অফের আশা জিইয়ে রাখতে মুম্বই ইন্ডিয়ান্সকে আজ কলকাতা নাইট রাইডার্সের (MI vs KKR) বিরুদ্ধে জিততেই হবে। কিন্তু সেই ম্যাচেই প্রথম একাদশে নেই দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma)। 


মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য টস জিতে নাইট রাইডার্সের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ফিল্ডিং করতে নামেননি রোহিত। এরপরেই তাঁর ফিটনেস নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠে। রোহিত কি চোটের কবলে পড়েছেন? এই প্রসঙ্গে টসে পল্টন অধিনায়ক হার্দিককে কিন্তু কিছুই বলতে শোনা যায়নি। তবে প্রথম একাদশে না থাকলেও রোহিত ইমপ্যাক্ট সাবদের তালিকায় রয়েছেন। তাই তিনি সম্ভবত দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের হয়ে ব্যাট করতে নামতে পারেন। 


টসের সময় হার্দিককে দলে কেবল এক বদল হিসাবে স্পিনার নমন ধীরের নাম ঘোষণা করেন। এই ঘটনাই রোহিতের ইমপ্যাক্ট সাব হিসাবে দ্বিতীয় ইনিংসে মাঠে নামার সম্ভাবনা আরও জোরাল করে। বিশেষজ্ঞদের অনেকের মতে রোহিত সম্ভবত এই ম্যাচের আগে যথার্থ অনুশীলন করার সময় পাননি। কারণ গতকালই বিশ্বকাপ দল সংক্রান্ত সাংবাদিক বৈঠকের জন্য রোহিতকে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হয়েছিল।  


সেই বৈঠক সেরে ওয়াংখেড়েতে উপস্থিত হয়েছিলেন রোহিত। সেখানে তাঁকে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া রিঙ্কু সিংহের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। ঠিক কী কথা বলছিলেন রিঙ্কু-রোহিত? তরুণ নাইট তারকাকে কী সান্ত্বনা দিলেন রোহিত? প্রশ্ন দর্শকদের মনে। রিঙ্কুর পরিসংখ্যান ভাল হলেও, নির্বাচক প্রধান অজিত আগরকর জানান দলের ভারসাম্য বজায় রাখতে গিয়েই রিঙ্কুকে বাদ দিতে হয়। এর সঙ্গে তাঁর পারফরম্যান্সের তেমন যোগ নেই।


আগরকর সাংবাদিক বৈঠকে বলেন, 'এটা সম্ভবত আমাদের নেওয়া সবথেকে কঠিন সিদ্ধান্ত। ও ভুল কিচ্ছু করেনি। গিলের ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য। দিনের শেষে তো আমরা ১৫ জনকেই দলে নিতে পারি। আমরা রিস্ট স্পিনারদের দলে রাখতে চেয়েছিলাম। কুলদীপ ও চাহালকে তাই দলে নেওয়া হয়। অক্ষর পটেল অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়েছেন এবং বাকি দুইজন কিপার।' তবে এত কিন্তু শোরগোল থামছে না। অনেকেই রিঙ্কুর বাদ যাওয়াকে অনুচিত বলে মনে করছেন। ইরফান পাঠানের মতো প্রাক্তনীরাও কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: মুম্বই ম্যাচের আগে শ্রেয়স আইয়ারের ইতিবাচক মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ অভিষেক নায়ার