মুম্বই: আইপিএলের (IPL 2024) অন্য়তম সফল অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সিতে ১০ বছর নেতৃত্বভার সামলেছেন। তার মধ্যে পাঁচবার দলকে খেতাব জিতিয়েছেন। কিন্তু আচমকাই রোহিত শর্মার (Rohit Sharma) থেকে এই মরশুম শুরুর আগেই নেতৃত্বভার ছেঁটে ফেলা হয়। তাঁর বদলে হার্দিক পাণ্ড্যকে দায়িত্ব দেওয়া হয় মুম্বই শিবিরের। যদিও ক্যাপ্টেন হার্দিকের মুম্বইয়ের জার্সিতে প্রথম ম্য়াচ একেবারেই সুখকর হয়নি। এরইমধ্যে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে নিজের দুশোমত ম্য়াচ খেলতে নামতে চলেছেন হিটম্য়ান। 


টুর্নামেন্টের প্রথম বছরে ২০০৮ সালে ডেকান চার্জার্স দলে নিয়েছিল রোহিতকে। এরপর ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেন ডানহাতি ব্যাটার। সেখানেই ২০১৩ সালে অধিনায়ক নির্বাচিত হন। এরপর থেকে এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ঘরের ছেলে হয়ে গিয়েছেন রোহিত। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৯৯ ম্য়াচ খেলেছেন রোহিত। মোট ৫০৮৪ রান করেছেন তিনি। ২৯.৩৯ গড়ে ব্যাটিং করেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১২৯। মুম্বইয়ের জার্সিতে একটি সেঞ্চুরি ও ৩৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত। 


রোহিতের ঝুলিতে শুধু আইপিএল নয়। দুটো চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও রয়েছে তাঁর ঝুলিতে। ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন রোহিত মুম্বইয়ের জার্সিতে। উল্লেখ্য, শুরুর দিকে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সের জার্সিতে ২০০৮-২০১০ পর্যন্ত খেলেছিলেন রোহিত। আইপিএল বল হাতে ডেকানের জার্সিতে একটি হ্যাটট্রিকও রয়েছেন হিটম্য়ানের। সেই দলের হয়ে ৪৫ ম্য়াচ খেলে মোট ১১৭০ রান করেছেন। ৪৪ ইনিংস খেলে মোট আটটি অর্ধশতরান হাঁকান। সেই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে সর্বোচ্চ ছিল রোহিতের অপরাজিত ৭৯। ২০০৯ সালে ডেকান চার্জার্স আইপিএল খেতাব জিতেছিল। সেই দলের সদস্য় ছিলেন হিটম্য়ান। 


আইপিএলে এখনও পর্যন্ত মোট ২৪৪ ম্য়াচ খেলে ৬২৫৪ রান করেছেন রোহিত শর্মা। অপরাজিত ১০৯ রানের ইনিংসটি তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ। নেতৃত্বভার হারালেও ব্যাট হাতে কিন্তু প্রথম ম্য়াচেই নিজের জাত চিনিয়েছেন হিটম্য়ান। ২৯ বলে ঝোড়াে ৪৩ রানের ইনিংস তিনি খেলেন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে প্রথম জয় কি ছিনিয়ে নিতে পারবে তাঁরা?