মুম্বই: গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ৪৬ রানের ইনিংস খেলেছিলেন। দলকে জেতাতে না পারলেও মিডল অর্ডারে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে নিজের জাত চিনিয়েছেন তরুণ প্রোটিয়া ব্যাটার। প্রথমবার ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup 2022) সবার নজরে এসেছিলেন। সেবার ৬ ম্য়াচে ৫০৬ রান করেছিলেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ব্রেভিস। টুর্নামেন্টে দুটো সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন তরুণ প্রোটিয়া ব্যাটার। বিশ্ব ক্রিকেটে বেবি এবি নামে পরিচিত ব্রেভিস। কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের সঙ্গে তাঁর খেলার ধরণ অনেকটাই একরকম, তাই বেবি এবি নামে ডাকা হয় তাঁকে। এক সাক্ষাৎকারে তরুণ প্রোটিয়া ব্যাটার বলেন, ''এবি ডিভিলিয়ার্সের আমি ভীষণ বড় ভক্ত। উনি আমার রোল মডেলও বলা যেতে পারে। আমি অনেক কিছু শিখেছি ওঁনার থেকে। এমনকী আমাদের মধ্যে একটা দুর্দান্ত বন্ধুত্বও রয়েছে। কিন্তু আমি এটুকু বলতে চাই যে আমি আমার নিজের যোগ্যতায় পরিচিত তৈরি করতে চাই। কোনও প্লেয়ারকে নকল করে পরিচিতি তৈরি করতে চাই না।''
গুজরাতের বিরুদ্ধে মুম্বই ম্য়াচ হারলেও নিজের ইনিংসে ২টো বাউন্ডার ও তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। রোহিত শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ ৭৭ রানের পার্টনারশিপও গড়ে তোলেন। ব্রেভিস বলেন, ''আমি অত্যন্ত কৃতজ্ঞ যে খেলার সুযোগ পেলাম। রান পেলে সবসময় ভাল লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দল জয় ছিনিয়ে নিতে পারেনি। কিন্তু আমাদের একটা দুর্দান্ত দল।''
২০২২ মরশুমে আইপিএলে প্রথমবার খেলতে নেমেছিলেন ব্রেভিস। এখনও পর্যন্ত ৮ ম্য়াচে মুম্বইয়ের হয়ে খেলে ২০৭ রান করেছেন। ১৩৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৯ রান। মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে মরশুমটা একেবারেই ভাল হয়নি মুম্বই শিবিরের। প্রথম ম্য়াচেই হারতে হয় তাঁদের। অধিনায়ক হার্দিকের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। রোহিত শর্মা রান পেয়েছেন প্রথম ম্য়চে। তাই সমর্থকদের একাংশ বেশ খুশি। অন্য়দিকে সানরাইজার্সও তাঁদের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে হেরে গিয়েছে।