হায়দরাবাদ: একদল নাগাড়ে পঞ্চম জয়ের লক্ষ্যে, আরেক দল টানা ছয় হারের পর কীভাবে জয়ে ফেরা যায়, সেই নিয়ে ব্যতিবস্ত। আইপিএলের (IPL 2024) ফর্মের নিরিখে সম্পূর্ণ দুই ভিন্ন মেরুতে থাকা দুই দল সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (SRH vs RCB) আজ উপ্পলে একে এপরের মুখোমুখি হতে চলেছে। 


টানা ২০দিন বাইরে বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলার পর অবশেষে ঘরে ফেরার পালা। সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের ঘরের মাঠে এবার কিন্তু দুই ম্যাচে টুর্নামেন্টের দুই রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে। প্যাট কামিন্সের নেতৃত্ব দল যা পারফর্ম করছে, তাতে সানরাইজার্স সমর্থক এবং ক্রিকেটারদের আত্মবিশ্বাস একেবারে শীর্ষে থাকা উচিত। ইতিমধ্যেই দুইবার আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলেছে সানরাইজার্স। বোর্ডে বিরাট রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়াই নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা। আরসিবির বোলিং আক্রমণ নিয়েই এমনিই প্রশ্নচিহ্ন উঠছে। তাঁদের বোলিং আক্রমণের বিরুদ্ধে সানরাইজার্স নিজেদের বিধ্বংসী ব্যাটিং ফর্ম বজায় রাখবে বলেই আশা করছেন অনেকে।


শুরুতে হেড, অভিষেক শর্মা, মিডল অর্ডারে মারক্রাম, ক্লাসেনদের নিয়ে তৈরি ব্যাটিং আক্রমণ তো ভূয়সী প্রশংসা কুড়িয়ে নিচ্ছেই। ভুবনেশ্বর কুমার, নটরাজন, প্যাট কামিন্সরা বল হাতেও প্রভাবিত করছেন। তবে শুরুতে ব্যাটিংটা অনবদ্য হলেও, নতুন বলে হায়দরাবাদ বোলাররা উইকেট নিতে একটু চাপেই পড়েছে। শুরুতে সানরাইজার্স বোলাররা ৫২.৮৮ গড়ে সাত ম্যাচে মাত্র নয় উইকেট নিয়েছেন। সুতরাং এই বিভাগে সানরাইজার্সের উন্নতির জায়গা রয়েছে। 


অপরদিকে, আরসিবি নাগাড়ে ছয় ম্যাচ হারলেও, শেষ দুই ম্যাচে কিন্তু তারা লড়াই দেখিয়েছে। সানরাইজার্সের বিরুদ্ধে ২৮৮ তাড়া করতে নেমে ২৬২ রান তুলেছিল আরসিবি। কেকেআরের বিরুদ্ধেও ২২৩ রানের টার্গেটের বিপক্ষে দুরন্ত ব্যাট করেও এক রানে হারেন বিরাট কোহলিরা। আরসিবির ভাগ্য কি তৃতীয়বারে তাদের সহায় হবে? আট ম্যাচের সাতটিতে হারা দল কি কামিন্সদের চমকে দিতে পারবেন? প্লে-অফের ক্ষীণ আশা বজায় রাখতে হলে কিন্তু জয় বাধ্যতামূলক। সেক্ষেত্রে দলের মহাতারকাদের অন্যতম গ্লেন ম্যাক্সওয়েল একাদশে ফিরলে দলের শক্তি বাড়বে বটে। তবে তিনি মানসিক ক্লান্তির কারণে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। এই মরণ-বাঁচন ম্যাচে ম্যাক্সওয়েল ফেরেন কি না, সেটাও কিন্তু দেখার বিষয় হতে চলেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বেআইনিভাবে আইপিএলের ম্যাচ সম্প্রচার! অভিনেত্রী তামান্নাকে তলব করল মহারাষ্ট্র পুলিশ