শারজা: আইপিএলে অভিযান শুরু করছে এক দল। আর এক দল প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আজ, মঙ্গলবার মুখোমুখি সেই রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক।

রাজস্থানের হয়ে ইনিংস ওপেন করতে পারেন রবিন উথাপ্পা ও তরুণ তুর্কি যশস্বী জয়সবাল। অধিনায়ক স্টিভ স্মিথের পাশাপাশি ব্যাটিংয়ের অন্যতম ভরসা হতে পারেন উইকেটকিপার সঞ্জু স্যামসন। খেলতে পারেন ডেভিড মিলার। মারকুটে ব্যাটিংয়ের জন্য যাঁকে কিলার মিলার বলা হয়। সুযোগ পেতে পারেন রিয়ান পরাগ। স্পিন বিভাগের দায়িত্বে সম্ভবত শ্রেয়স গোপাল। ময়ঙ্ক মার্কণ্ডে ও রাহুল তেওয়াটিয়ার মধ্যে খেলবেন একজন। পেস বোলিংয়ের দায়িত্ব সামলাবেন জয়দেব উনাদকাট, জোফ্রা আর্চার ও টম কারান।

চেন্নাই সুপার কিংস সম্ভবত প্রথম ম্যাচের দলই নামাবে। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি কোনওদিনই উইনিং কম্বিনেশন ভাঙায় খুব একটা বিশ্বাসী নন। তাই মুম্বই ম্যাচের দলই খেলানো হতে পারে। তবে শারজায় ছোট মাঠ। সেই কথা মাথায় রেখে একজন ব্যাটসম্যান কমিয়ে বাড়তি বোলার খেলানোর অঙ্ক ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে মুরলী বিজয়কে বসিয়ে খেলানো হতে পারে পেসার শার্দুল ঠাকুরকে। তখন শেন ওয়াটসনের সঙ্গে ইনিংস ওপেন করবেন ফাফ ডুপ্লেসি।

রাজস্থান রয়্যালস

রবিন উথাপ্পা

যশস্বী জয়সবাল

স্টিভ স্মিথ (অধিনায়ক)

সঞ্জু স্যামসন

ডেভিড মিলার

রিয়ান পরাগ

শ্রেয়স গোপাল

জোফ্রা আর্চার

জয়দেব উনাদকাট

রাহুল তেওয়াটিয়া/ময়াঙ্ক মার্কণ্ডে

টম কারান

চেন্নাই সুপার কিংস

মুরলী বিজয়

শেন ওয়াটসন

ফাফ ডুপ্লেসি

অম্বাতি রায়ডু

রবীন্দ্র জাডেজা

স্যাম কারান

মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক)

কেদার যাদব

পীযূষ চাওলা

দীপক চাহার

লুঙ্গি এনগিডি