দুবাই: কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। সোমবার সেই আপ্তবাক্যটা যেন ফের একবার মনে করিয়ে দিলেন যুজবেন্দ্র চাহল। দুবাইয়ের ব্যাটিং সহায়ক পিচে বল ঘোরালেন বন বন করে। ৪ ওভারে মাত্র ১৮ রানে তিন উইকেট নিয়ে তিনিই খেলা ঘুরিয়ে দিলেন। স্বল্প রানের পুঁজি নিয়েও সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর দলের জয়ের পর লেগস্পিনার চাহলের প্রশংসায় পঞ্চমুখ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।


ম্যাচের পর বিরাট বললেন, 'যুজি (দলে চাহলের ডাকনাম) বল করতে এসে খেলাটাই ঘুরিয়ে দিল। এই পিচ থেকে স্পিনাররা বড় একটা সাহায্য পায়নি। তবে ও দেখিয়ে দিল, কব্জিতে স্পিন থাকলে যে কোনও উইকেটেই বল ঘোরানো যায়। ও-ই ম্যাচটা ঘুরিয়ে দিয়ে গেল।'

সোমবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র জনি বেয়ারস্টো ও মণীশ পাণ্ডে। বেয়ারস্টো করেন ৬১ রান। ৩৪ রান মণীশের। দুজনকেই ফেরান চাহল। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। চাহল বলেছেন, 'প্রথম ওভার বল করার সময় বুঝতে পারি পিচ থেকে সামান্য সাহায্য পাব। ঠিক করে নিয়েছিলাম স্টাম্প টু স্টাম্প বল করব। অধিনায়ক বলেছিল আক্রমণাত্মক বল করতে। একটা সময় ওরা ভাল ব্যাট করছিল আর তখন জোরে বল করা যেত না। তাই আমি স্টাম্পস থেকে একটু বাইরে বল করছিলাম। বল ঘুরছিল বলে ওরা মারতেও পারেনি।'

এদিন চোট পেয়েছেন হায়দরাবাদের মিচেল মার্শ। অধিনায়ক ডেভিড ওয়ার্নারও যা নিয়ে চিন্তিত। সোমবার তাঁর দুর্ভাগ্যজনক রান আউটকেই অনেকে ম্যাচ হারার কারণ বলছেন। বেয়ারস্টোর শট বোলার উমেশ যাদবের হাতে লেগে নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পস ভেঙে দেয়। ওয়ার্নার তখন ক্রিজের বাইরে। অজি তারকা বলেছেন, 'এভাবে আর কখনও আউট হয়েছি বলে মনে পড়ছে না।'