মুম্বই: রাজস্থান সমর্থকরা যতটা খুশি ছিলেন প্রথম ৬ ওভারের খেলা দেখার পর, ধীরে ধীরে সেই উন্মাদনার মাত্রাটা কিছুটা হলেও কমেছিল ইনিংস শেষ হওয়ার পর। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান বোর্ডে তুলে নিল চেন্নাই সুপার কিংস। ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেললেন মঈন আলি। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
পাওয়ার প্লে-তে ঝড় তুললেন মঈন
লিগের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাইয়ের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন রুতুরাজ গায়কোয়াড ও ডেভন কনওয়ে। কিন্তু ২ জনের কেউই এদিন বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। প্রথমজন মাত্র ২ রান করে ফিরে যান। কনওয়ে ফর্মে থাকলেও এদিনের ম্যাচে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু এরপরই শুরু হয় মঈনের ব্যাটে ঝড়। পাওয়ার প্লে-তে তাঁর ব্যাটিং বিক্রম ছিল বিধ্বংসী মেজাজে। ট্রেন্ট বোল্টকে এক ওভারে ২৬ রান নিলেন। অশ্বিনের আগের ওভারে ১৬ রান তোলেন মঈন। পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৭৫ রান বোর্ডে তুলে নেয় চেন্নাই সুপার কিংস। মিডল অর্ডারে জগদীশান ও আম্বাতি রায়ডু কেউই রান পেলেন না। তবে মঈন একাই ঝড়ের গতিতে রান তুলছিলেন। ধোনি ২৮ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। প্রথম ১০ ওভারে যত দ্রুত রান তুলেছিল চেন্নাই, পরের ১০ ওভারে ধীরে ধীরে রানের গতি কমে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৫০ রানই তুলতে পারে সিএসকে।
মঈন তাঁর নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। এবারের আইপিএলে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন প্যাট কামিন্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ১৪ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন অজি তারকা। মঈন এদিন ১৯ বলে অর্ধশতরান হাঁকিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান হাঁকানোর নজির গড়লেন। ওবেদ ম্যাকওয়ের বলে ইনিংসের শেষ ওভারে আউট হন মঈন।