আগাগোড়া দাপট, সিএসকে-কে ৩২ রানের বড় ব্যবধানে হারাল রাজস্থান রয়্যালস

IPL 2023, Match 37, RR vs CSK : পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিএসকে। তিন নম্বরে রয়েছে রাজস্থান। আজ আইপিএলে মুখোমুখি হচ্ছে এই দুই দল। যে দলই জিতবে, প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।

ABP Ananda Last Updated: 27 Apr 2023 11:11 PM

প্রেক্ষাপট

জয়পুর : পনেরো বছর আগের কথা। প্রথম আইপিএলের (IPL) ফাইনাল খেলেছিল এই দুই দল। পনেরো বছর পর ফের এক আইপিএলে ফাইনালে মুখোমুখি হওয়ার মতো সম্ভাবনা তৈরি করেছে চেন্নাই সুপার কিংস...More

RR vs CSK Live : ১৭০ রানে থামল সিএসকে

১৭০ রানে থামল সিএসকে। ৩২ রানের বড় ব্যবধানে চেন্নাইকে হারাল রাজস্থান রয়্যালস।