RR vs DC Live Score: ১২ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে রাজস্থান, দিল্লি রইল আট নম্বরে
IPL RR vs DC Live Score : রাজস্থানের ১৮৫/৫ তাড়া করতে নেমে ১৭৩/৫ স্কোরে আটকে গেল দিল্লি ক্যাপিটালস।
লড়াই করেছিলেন ডেভিড ওয়ার্নার ও ট্রিস্টান স্টাবস। কিন্তু জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে সেই লড়াই যথেষ্ট হল না। ১৮৬ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস আটকে গেল ১৭৩/৫ স্কোরে। ১২ রানে ম্যাচ জিতল রাজস্থান। টানা দুটি ম্যাচ জিতলেন সঞ্জু স্যামসনরা।
২১ বলে ৪২ রানে ক্রিজে ট্রিস্টান স্টাবস। ম্যাচ জিততে শেষ ওভারে দিল্লির চাই ১৭ রান।
১৭ ওভারের শেষে দিল্লির স্কোর ১৪৫/৫। জেতার জন্য আর ১৮ বলে ৪১ রান চাই।
রান তাড়া করতে নেমে পাল্টা লড়াই ওয়ার্নার ও পন্থের। তবে ৩৪ বলে ৪৯ রান করে ফিরলেন ওয়ার্নার। আবেশ খানের বলে। ১১.২ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৯৭/৩।
১২ বলে ২৩ রান করে ফিরলেন মার্শ। নান্দ্রে বার্গারের বলে। সেই ওভারেই ফিরলেন রিকি ভুঁই-ও (০)। ক্রিজে ওয়ার্নার ও পন্থ। ৫ ওভারের শেষে দিল্লির স্কোর ৪৭/২।
শুরু থেকেই মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিং। ৩ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২৯/০।
অনরিক নখিয়ার শেষ ওভারে তিনটি চার ও জোড়া ছক্কা-সহ ২৫ রান নিলেন রিয়ান পরাগ। ৪৫ বলে ৮৪ রানে অপরাজিত রইলেন তিনি। ২০ ওভারে রাজস্থান তুলল ১৮৫/৫।
নখিয়ার বলে বোল্ড ধ্রুব জুরেল। ১৮ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৪৫/৫। ৩৮ বলে ৫৮ রান করে ক্রিজে রিয়ান পরাগ।
১৯ বলে ২৯ রান করে অক্ষর পটেলের বলে ফিরলেন অশ্বিন। ১৪ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৯৩/৪। ক্রিজে ধ্রুব জুরেল ও রিয়ান পরাগ।
জশ বাটলারকে তুলে নিলেন কুলদীপ যাদব। পরপর উইকেট হারিয়ে চাপে রাজস্থান। ১০ ওভারের শেষে তাদের স্কোর ৫৮/৩।
খলিল আমেদ ফেরালেন সঞ্জু স্যামসনকে (১৪ বলে ১৫ রান)। ৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৩৫/২।
মুকেশ কুমারের বলে ছিটকে গেল যশস্বী জয়সওয়ালের স্টাম্প। ৫ রান করে ফিরলেন রাজস্থান ওপেনার। ৩ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১২/১।
প্রথম ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর বিনা উইকেটে ৪ রান। ক্রিজে যশস্বী জয়সওয়াল ও জশ বাটলার।
দিল্লি ক্যাপিটালসের দলে দুই বদল। শাই হোপের পিঠে চোট রয়েছে এবং ইশান্ত শর্মা চোট সারিয়ে ফিরতে পারেননি বলে জানান পন্থ। রাজস্থানের একাদশ অপরিবর্তিতই রয়েছে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। শুষ্ক পিচের লাভ তুলতেই এই সিদ্ধান্ত বলে জানান পন্থ।
প্রথম ম্যাচ জিতেছিল রাজস্থান রয়্যালস। তবে পরাজয়ের মুখ দেখেছিল দিল্লি ক্যাপিটালস। আজ কি ঘুরে দাঁড়াতে পারবেন ঋষভ পন্থরা?
প্রেক্ষাপট
জয়পুর: আইপিএলের ১৭তম সংস্করণের (IPL 2024) নবম ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) একে অপরের মুখোমুখি হবে। একদিকে যেখানে রাজস্থান লিগ তালিকার শীর্ষে ওঠার লক্ষ্যে মাঠে নামবে, সেখানে দিল্লির উদ্দেশ্য মরশুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলা। দুই দলেই তরুণ অধিনায়কের মগজাস্ত্রের লড়াইয়ের দিকে তো নজর থাকবেই, পাশাপাশি দুই দুরন্ত স্পিনার এবং তারকা ফাস্ট বোলার এবং বিধ্বংসী ওপেনারদের মধ্যে কে নজর কাড়েন, সেই দিকেও লক্ষ্য রাখবেন ক্রিকেটপ্রেমীরা।
রাজস্থান বনাম লখনউয়ের ম্যাচে ২২ গজে খেলা হয়েছিল, আজকের ম্যাচটিও তেমনই এক পিচে আয়োজিত হওয়ার কথা। জয়পুরের প্রখর গরমে পিচ শুষ্ক পিচে কিন্তু স্পিনাররা মদত পেতে পারেন। অর্থাৎ কুল-চার লড়াই, মানে দুই দলের দুই তারকা স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের সামনে কিন্তু ম্য়াচে পার্থক্য গড়ে দেওয়ার বড় সুযোগ রয়েছে।
রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত আইপিএলে ২৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে দিল্লি ১৩টি ম্যাচ জিতেছে। রাজস্থান এক বেশি, ১৪ ম্যাচে জয়ের মুখ দেখেছে।
ম্যাচের শুরুর সময় তাপমাত্রা ৩৪ ডিগ্রি থাকার পূর্বাভাস, তবে রাত গড়ালে তা কমে ৩০ ডিগ্রিতে নামতে পারে। ম্যাচে বৃষ্টির কোনওরকম প্রভাব ফেলার সম্ভাবনা এবং আর্দ্রতাও ৩১ শতাংশের আশেপাশে থাকবে। অর্থাৎ শুষ্ক, তপ্ত পরিবেশে এই ম্যাচটি খেলা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -