RR vs DC Live Score: ১২ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে রাজস্থান, দিল্লি রইল আট নম্বরে

IPL RR vs DC Live Score : রাজস্থানের ১৮৫/৫ তাড়া করতে নেমে ১৭৩/৫ স্কোরে আটকে গেল দিল্লি ক্যাপিটালস।

ABP Ananda Last Updated: 28 Mar 2024 11:27 PM

প্রেক্ষাপট

জয়পুর: আইপিএলের ১৭তম সংস্করণের (IPL 2024) নবম ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) একে অপরের মুখোমুখি হবে। একদিকে যেখানে রাজস্থান লিগ তালিকার শীর্ষে ওঠার লক্ষ্যে মাঠে নামবে,...More

RR vs DC Live Score: ১২ রানে জয়ী রাজস্থান

লড়াই করেছিলেন ডেভিড ওয়ার্নার ও ট্রিস্টান স্টাবস। কিন্তু জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে সেই লড়াই যথেষ্ট হল না। ১৮৬ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস আটকে গেল ১৭৩/৫ স্কোরে। ১২ রানে ম্যাচ জিতল রাজস্থান। টানা দুটি ম্যাচ জিতলেন সঞ্জু স্যামসনরা।