Rajasthan Royals vs Gujarat Titans: বুমেরাং বাটলার ঝড়, রাজস্থানকে ৩৭ রানের হারিয়ে দিল গুজরাত টাইটান্স

IPL 2022, Match, RR vs GT: এবারের আইপিএলে(IPL) এখনও পর্যন্ত পারফরম্যান্সের বিচারে এবারের টুর্নামেন্টে সবচেয়ে সফল ২ টো দল। সঞ্জু স্যামসনের (Sanju Samson) নেতৃত্বে এবার রাজস্থান দুর্দান্ত খেলছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Apr 2022 11:28 PM

প্রেক্ষাপট

আইপিএলে আজ মুখোমুখি মহারণে নামছে গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। এবারের আইপিএলে(IPL) এখনও পর্যন্ত পারফরম্যান্সের বিচারে এবারের টুর্নামেন্টে সবচেয়ে সফল ২ টো দল। সঞ্জু স্যামসনের (Sanju Samson)...More

RR vs GT Live Score: ৩৭ রানে রাজস্থান বধ গুজরাতের

৩৭ রানে রাজস্থানকে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এল তারা।