Rajasthan Royals vs Gujarat Titans: মিলারের ঝোড়ো ব্য়াটিংয়ে আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্স

RR vs GT, IPL 2022- Qualifier 1, Eden Gardens Stadium: গ্রুপ পর্বে রাজস্থানকে ৩৭ রানে হারিয়েছিল গুজরাত। ম্যাচের আগের দিন মহম্মদ শামি যদিও জানিয়েছেন যে, গ্রুপ পর্বের ম্য়াচের ফলাফল নিয়ে বেশি ভাবছেন না।

abp ananda Last Updated: 24 May 2022 11:31 PM

প্রেক্ষাপট

কলকাতা: টুর্নামেন্টের ১৫ বছরের ইতিহাসে একমাত্র পেরেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। ২০১১ সালে, ঘরের মাঠ চিপকে ফাইনালে জিতে ট্রফি হাতে তুলেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলে (IPL) ঘরের মাঠে ফাইনাল জেতার নজির...More

RR vs GT, Live Score: কিলার মিলারের ব্য়াটিং ঝড়ে ফাইনালে গুজরাত টাইটান্স

শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। প্রসিদ্ধ কৃষ্ণর প্রথম তিন বলে ৩টি ছক্কা হাঁকিয়ে গুজরাতকে ফাইনালে তুললেন ডেভিড মিলার।