মুম্বই: কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস, ব্যাটিং টপ অর্ডার নিয়ে সমস্যায় জর্জরিত দুই দলই। বেন স্টোকস আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর জস বাটলারের ওপর আস্থা দেখিয়েছিল রাজস্থান। কিন্তু সুযোগ পাওয়ার পর তিন ইনিংসের মধ্যে দুটিতেই পাওয়ার প্লে-র ভেতর আউট হয়ে গিয়েছেন বাটলার। ওপেন করতে নেমে চার ইনিংসে চার ওভারের বেশি স্থায়ী হতে পারেননি মনন ভোরা। আইপিএলের সবকটি দলের মধ্য়ে পাওয়ার প্লে-তে সবচেয়ে কম গতিতে রান তুলেছে রাজস্থান। ওভার প্রতি মাত্র ৬.৭৫। তাই পাওয়ার প্লে-তে বিগহিটিং কাঁটা রাজস্থানের। মননের পরিবর্তে যশস্বী জয়সবাল বা অনুজ রাওয়াতকে খেলাতে পারে রাজস্থান।


পাওয়ার প্লে-র ব্যাটিং নিয়ে সমস্যায় নাইট শিবিরও। নীতিশ রানা করোনা থেকে সেরে ওঠার পর রান করছেন। কিন্তু শুভমন গিল ছন্দে নেই। শুরুর দিকে রান ওঠার গতি কম হওয়ায় লোয়ার মিডল অর্ডারের ওপর চাপ বাড়ছে কেকেআরের। রাজস্থানের বিরুদ্ধে কৌশলগত পরিবর্তন দেখা যেতে পারে কেকেআরের। এখনও পর্যন্ত চলতি আইপিএলের চার ম্য়াচেই কেকেআরের হয়ে বোলিং আক্রমণ শুরু করছেন স্পিনাররা। রাজস্থান আবার চার ম্যাচে পাওয়ার প্লে-তে দশ উইকেট হারিয়েছে এবং সবকটিই পেসারদের বিরুদ্ধে। তাই শনিবার প্যাট কামিন্স বা প্রসিদ্ধ কৃষ্ণর হাতে নতুন বল তুলে দেওয়া হলে অবাক হওয়ার কিছু নেই। এছাড়া বলের বাড়তি গতি ও বাউন্সের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে অ্যান্ডু টাইকে খেলাতে পারে রাজস্থান।


সম্ভাব্য দল


কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, অইন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণ।


রাজস্থান রয়্যালস: জস বাটলার, যশস্বী জয়সবাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও অ্যান্ডু টাই/মুস্তাফিজুর রহমান।