Rajasthan Royals vs Royal Challengers Bangalore: আরসিবিকে হারিয়ে আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালস
RR vs RCB, IPL 2022- Qualifier 2, Narendra Modi Stadium: গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারতে হয়েছিল। অন্যদিকে প্রথম এলিমিনেটরে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি।
এবারের আইপিএলে নিজের চতুর্থ শতরান হাঁকালেন জস বাটলার।
জস হ্যাজেলউডের বলে আউট দেবদত্ত।
১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বোর্ডে ১১৭ রান তুলে নিল রাজস্থান রয়্য়ালস। অর্ধশতরান হাঁকিয়ে ক্রিজে আছেন বাটলার।
রাজস্থান রয়্যালেসর দ্বিতীয় উইকেটের পতন। হাসারাঙ্গার বলে আউট স্যামসন।
১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৩ রান বোর্ডে তুলে নিল রাজস্থান রয়্য়ালস।
৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান বোর্ডে তুলে নিল রাজস্থান রয়্যালস।
আরসিবির প্রথম উইকেটের পতন। ২১ রানে ফিরলেন যশস্বী জয়সওয়াল।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানে শেষ হল আরসিবির ইনিংস।
হ্যাটট্রিকের সুযোদ প্রসিদ্ধ কৃষ্ণর। প্রথমে কার্তিক ও পরে হাসারাঙ্গাকে আউট করলেন।
আরও একটি উইকেটের পতন আরসিবির। আউট লোমহর।
অশ্বিনের বলে আউট রজত পাতিদার।
আবার জ্বলে উঠলেন রজত পাতিদার। রাজস্থানের বিরুদ্ধেও দুর্দান্ত অর্ধশতরান।
১৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল। উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট।
আরসিবির দ্বিতীয় উইকেটের পতন। ম্যাকওয়ের বলে আউট ডু প্লেসি।
৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৬৯ রান তুলে নিল রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর।
পাওয়ার প্লে শেষে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৪৬ রান তুলে নিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
চলল না বিরাটের ব্যাট। মাত্র ৭ রানে প্যাভিলিয়নে ফিরলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক।
ওপেনে নামলেন বিরাট-ফাফ। বোলিং আক্রমণে ট্রেন্ট বোল্ট।
২ টো দলই এখনও পর্যন্ত তাদের একাদশে কোনও বদল করেনি।
টস জিতলেন সঞ্জু স্যামসন। বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক।
প্রেক্ষাপট
আমদাবাদ: আজ দ্বিতীয় এলিমিনেটরে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। প্লে অফের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারতে হয়েছিল। অন্যদিকে প্রথম এলিমিনেটরে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ফাফ ডু প্লেসির দল।
আইপিএল লিগ পর্যায়ের শেষে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে দিল্লি ক্য়াপিটালস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের শেষ লিগ ম্যাচ হেরে যাওয়ায় প্লে অফে জায়গা করে নিয়েছিল আরসিবি। চতুর্থ স্থানে ছিল বিরাট, ফাফরা।
নিজেদের আগের ম্যাচে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৮৮/৬ তাড়া করতে নেমে শেষ ওভারে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দরকার ছিল ১৬ রান। বল ছিল প্রসিদ্ধ কৃষ্ণর হাতে। যিনি তার আগে পর্যন্ত ৩ ওভারে মাত্র ২২ রান খরচ করেছিলেন। গুজরাত শিবিরে সকলের চোখেমুখে উৎকণ্ঠা। পরের তিন বলে তিনটি ছক্কা মেরে ম্যাচের রং পাল্টে দিলেন ডেভিড মিলার।
অন্যদিকে লক্ষ্য অসম্ভব না হলেও, কঠিন ছিল। প্রথমবার আইপিএল (IPL) মঞ্চে নেমেই কোয়ালিফায়ার টু-তে ওঠার জন্য লখনউ সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ২০৮ রান। লড়াই করেও কঠিন কাজ হাসিল করতে পারলেন না কে এল রাহুলরা। ফলে ইডেন থেকেই বেজে গেল লখনউয়ের বিদায়ঘণ্টা। ১৪ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালের টিকিট পেতে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -