চেন্নাই: গত ম্যাচে ঘরের মাঠে পরাজয়ের পর জয়ের সরণিতে ফিরতে মরিয়া চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (CSK vs SRH) মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) ব্যাট থেকে এল অধিনায়কোচিত ইনিংস। ৯৮ রান করলেন তিনি। দুরন্ত অর্ধশতরান হাঁকালেন ড্যারেল মিচেলও (Daryl Mitchell)। এই দুইয়ের ব্যাটিং দৌরাত্ম্যেই নির্ধারিত ২০ ওভার শেষে ২১২ রান তুলল। 


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। চোট সারিয়ে মাঠে ফেরা অজিঙ্ক রাহানে সিএসকের হয়ে ওপেনিংয়েও ফেরেন। তবে তাঁর হতাশাজনক আইপিএল অব্যাহত। সপ্তমবার ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় রাহানেকে। তাঁর সংগ্রহ মাত্র নয় রান। ১৯ রানে প্রথম উইকেট হারায় হলুদ ব্রিগেড। তবে প্রথম উইকেট হারালেও সিএসকের রানের গতি তেমন কমেনি। পাওয়ার প্লেতেই অর্ধশতরানের গণ্ডি পার করেন রুতুরাজরা। এদিন ব্যাটিং অর্ডারে তিনে নামা ড্যারেল মিচেল দুরন্ত ছন্দে ছিলেন।


রুতুরাজ ও মিচেল মিলে দুরন্ত গতিতে দলগত শতরানের গণ্ডি পার করান। ১১ রানে এক উইকেট হারিয়েই শতরানের গণ্ডি পার করে হলুদ ব্রিগেড। ২৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন রুতুরাজ গায়কোয়াড়। ২৯ বলে অর্ধশতরান পূরণ করেন মিচেলও। কিন্তু হাফসেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি মিচেল। দ্বিতীয় উইকেটে রুতুদের ১০৭ রানের পার্টনারশিপ ভাঙেন উনাদকাট। পার্টনার হারালেও রুতুরাজ ক্রিজ ছাড়তে নারাজ ছিলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন দুরন্ত ছন্দে থাকা শিবম দুবে। দুই তারকা সিএসকেকে দুশো রানের গণ্ডি পার করান।


রুতুরাজ দুই ম্যাচে দ্বিতীয় শতরানের দিকে এগোচ্ছিলেন। ৯০ পার করার পর বারংবার বড় শট মারতে যাচ্ছিলেন তিনি। সেই চেষ্টাতেই আউট হলেন তিনি। ৯৮ রানে ফিরতে হল তাঁকে। টি নটরাজন সাফল্য পান। শিবম দুবে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে ২১২ রান তুলতে সাহায্য করেন। ধোনি দুই বলে পাঁচ রানের ছোট্ট ইনিংস খেলেন। সানরাইজার্স চার সাক্ষাৎকারে চিপকে কোনওদিন সিএসকেকে হারায়নি। ইতিহাস বদলের লক্ষ্যে কিন্তু রেকর্ড রান তাড়া করতে হবে সানরাইজার্স। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জ্যাকসের সেঞ্চুরির ঝড়ে উড়ে গেল গুজরাত, এখনও বেঁচে কোহলিদের আশা?