আমদাবাদ: ছয় ম্যাচ পরে ভাগ্য বদল। শুক্রবার, ১০ মে  নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস (GT vs CSK)। এই ম্যাচে টস জেতেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। সেই নিয়ে শোরগোল নেটপাড়ায়।


কিন্তু প্রতি ম্যাচে তো টস হয় এবং সেই নিয়ে তো এত মাতামাতি হয় না। তাহলে এক্ষেত্রে এত মাতামাতির কারণ কী? আসলে রুতুরাজ গায়কোয়াড় এই মরশুমে নাগাড়ে ছয় ম্যাচে টস হেরেছেন। সেই নিয়ে তো রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছিল। তবে অবশেষে সেই ধারা ভাঙল। টস জিতলেন রুতুরাজ। এই নিয়ে চলতি মরশুমে ১২টি আইপিএল (IPL 2024) ম্যাচে মাত্র দ্বিতীয়বার তাঁর টস-ভাগ্য সহায় হল। হলুদ ব্রিগেডের অধিনায়ক টস জেতার পর মাঠে উপস্থিত জনগণের কিন্তু জোর গর্জন শোনা যায়। তাঁর টস জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি।


 



 



 



 



 



 



 


ম্যাচ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিএসকে অধিনায়ক। হলুদ ব্রিগেডের হয়ে এই ম্যাচে এক বদল ঘটানো হয়েছে। গ্লিসনের বদলে রাচিন রবীন্দ্র সুযোগ পেলেন। অপরদিকে, গুজরাত টাইটান্সের দলে দুই বদল ঘটানো হয়েছে। ঋদ্ধিমান সাহার হালকা চোট রয়েছেন বলে টসের সময় জানান গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিল। তাঁর বদলে ম্যাথু ওয়েডকে দলে সুযোগ দেওয়া হয়েছে। বাদ পড়লেন জশুয়া লিটল। আইরিশ তারকার জায়গায় দল এলেন কার্তিক ত্য়াগী। তরুণ ফাস্ট বোলার গুজরাত টাইটান্স জার্সিতে আজই নিজের অভিষেক ঘটাতে চলেছেন।  


ম্যাচের সমস্ত লাইভ আপডেটস পেতে ক্লিক করুন এখানে


আরও পড়ুন: 'খেলোয়াড়দের তো সম্মান রয়েছে', রাহুলকে গোয়াঙ্কার ভর্ৎসনা প্রসঙ্গে অকপট মহম্মদ শামি