GT vs CSK Live Score: ১৯৬ রানেই থামল সিএসকের লড়াই, ৩৫ রানে ম্যাচ জিতে প্লে-অফের আশা জিইয়ে রাখল গুজরাত টাইটান্স

IPL 2024 GT vs CSK LIVE Score: আজকের ম্য়াচ হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে গুজরাত টাইটান্স।

ABP Ananda Last Updated: 10 May 2024 11:32 PM
GT vs CSK LIVE: টাইটান্সের জয়

১১ বলে অপরাজিত ২৬ রানের ছোট্ট ইনিংস খেললেন মহেন্দ্র সিংহ ধোনি। তাও হারতেই হল সিএসকেকে। ২০ ওভারে ১৯৬/৮ রান তোলে হলুদ ব্রিগেড। ৩৫ রানে জয় পেল টাইটান্স।

GT vs CSK Score: রশিদের জোড়া সাফল্য

সিএসকেকে এক ওভারে জোড়া ধাক্কা দিলেন রশিদ খান। তিন বলের ব্যবধানে ১৮ রানে রবীন্দ্র জাডেজা এবং খাতা খোলার আগেই মিচেল স্যান্টনারকে ফেরত পাঠালেন আফগান তারকা।  ১৮ ওভার শেষে সিএসকের স্কোর ১৭০/৮। হলুদ ব্রিগেডের অন্তিম আশা দুই রানে ব্যাট করা ধোনি।

GT vs CSK LIVE: মোহিতের তৃতীয় সাফল্য

মোহিতের তৃতীয় সাফল্য। ২১ রানে ফেরালেন শিবম দুবেকে। ১৬৫ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল সিএসকে। 

GT vs CSK Score: মোহিতের জোড়া সাফল্য

দুরন্ত পার্টনারশিপে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মিচেল ও মঈন আলি। তবে দুই তারকাকেই পরপর দুই ওভারে যথাক্রমে ৬৩ ও ৫৬ রানে সাজঘরে ফেরালেন মোহিত শর্মা। ১৫ ওভার শেষে সিএসকের স্কোর ১৪৩/৫। শেষ পাঁচ ওভারে সিএসকের জয়ের জন্য আরও ৮৯ রানের প্রয়োজন।

GT vs CSK LIVE: মিচেলের হাফসেঞ্চুরি

পরপর তিন উইকেট হারিয়ে ফেললেও, ইনিংস সামলাচ্ছেন মঈন আলি ও ড্যারেল মিচেল। মাত্র ২৭ বলেই অনবদ্য হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেছেন মিচেল। ১১ ওভারে তিন উইকেটেই শতরানের গণ্ডি পার করে ফেলল সিএসকে। ১১ ওভার শেষে স্কোর ১০৬/৩। 

GT vs CSK Score: শুরুতেই চাপে সিএসকে

শুরুতেই তিন ওভারে তিন উইকেট পাঠিয়ে বিরাট চাপে চেন্নাই সুপার কিংস। ৫ ওভার শেষে হলুদ ব্রিগেডের স্কোর ৩৩/৩। রাহানে ও রাচিন এক রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক রুতুরাজ তো খাতাই খুলতে পারেননি।

GT vs CSK LIVE: সিএসকের টার্গেট ২৩২

শেষ তিন ওভারে উঠল মাত্র ২২ রান। ২৩১/৩ রানে ইনিংস শেষ করল গুজরাত টাইটান্স।

GT vs CSK Score: জোড়া সাফল্য

ওভারের দ্বিতীয় সাফল্য। সুদর্শনের পর শুভমন গিলকেও একই ওভারে ফেরালেন তুষার দেশপাণ্ডে। ১০৪ রানে ফিরলেন গুজরাত অধিনায়ক। ১৮ ওভার শেষে গুজরাতের স্কোর ২১৩/২। 

GT vs CSK LIVE: সুদর্শনের প্রথম শতরান

সিমরিনজিতের বলে ছক্কা হাঁকিয়ে ৫০ বলে নিজের প্রথম শতরান পূরণ করলেন সাই সুদর্শন। তবে ১০৩ রানে তাঁর ইনিংসে ইতি টানলেন তুষার দেশপাণ্ডে। 

GT vs CSK Score: সেঞ্চুরির সেঞ্চুরি

আইপিএলের শততম সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন শুভমন গিল। মাত্র ৫০ বলে পূর্ণ করলেন শতরান।

GT vs CSK LIVE: গিল-সুদর্শনের রেকর্ড পার্টনারশিপ

স্বপ্নের ফর্মে গিল ও সুদর্শন। চলতি আইপিএলের সর্বাধিক পার্টনারশিপ গড়ে ফেললেন দুইজনে। ভাঙলেন হেড ও অভিষেক শর্মার ১৬৭ রানের রেকর্ড। ১৪ ওভার শেষে গুজরাতের স্কোর বিনা উইকেটে ১৭৯। এটাই গুজরাতের সর্বকালের সর্বোচ্চ পার্টনারশিপ 

GT vs CSK Score: গিলের দৃষ্টিনন্দন হাফসেঞ্চুরি

মাত্র ২৫ বলে এক দৃষ্টিনন্দন অর্ধশতরান পূরণ করলেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিল। তড়তড়িয়ে এগোচ্ছে গুজরাতের রান। ১১ ওভার শেষে গুজরাতে স্কোর বিনা উইকেটে ১৩০ রান। সিমরণজিতের ওভারে উঠল ২৩ রান।

GT vs CSK LIVE: সুদর্শনের হাফসেঞ্চুরি

৩২ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন সাই সুদর্শন। শতরানের দোরগোড়ায় গুজরাত টাইটান্স। নয় ওভার শেষে গুজরাতের স্কোর বিনা উইকেটে ৯৪ রান।

GT vs CSK Score: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভার শেষে গুজরাতের স্কোর বিনা উইকেটে ৫৮ রান। শেষ ওভারে উঠল ১২। গিল ২৯ ও সাঈ সুদর্শন ২৮ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন।  

GT vs CSK LIVE: ধুয়াধাঁর শুরু

প্রথম ওভারেই দুরন্তভাবে ইনিংস শুরু করল গুজরাত টাইটান্স। মিচেল স্যান্টনারকে চার, ছক্কা হাঁকালেন শুভমন গিল। ১৪ রান উঠল প্রথম ওভারে।

GT vs CSK Score: দুই দলেই বদল

গুজরাত টাইটান্সের হয়ে আহত ঋদ্ধিমান সাহার বদলে জায়গা পেলেন ম্যাথু ওয়েড। জশুয়া লিটলের পরিবর্তে নিজের অভিষেক ঘটানোর সুযোগ পেলেন কার্তিক ত্যাগী। সিএসকের হয়ে গ্লিসনের বদলে রাচিন রবীন্দ্র দলে ফিরলেন।

GT vs CSK Score: দুই দলেই বদল

গুজরাত টাইটান্সের হয়ে আহত ঋদ্ধিমান সাহার বদলে জায়গা পেলেন ম্যাথু ওয়েড। জশুয়া লিটলের পরিবর্তে নিজের অভিষেক ঘটানোর সুযোগ পেলেন কার্তিক ত্যাগী। সিএসকের হয়ে গ্লিসনের বদলে রাচিন রবীন্দ্র দলে ফিরলেন।

GT vs CSK LIVE: টস জিতলেন রুতুরাজ

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের। 

প্রেক্ষাপট

আমদাবাদ: এ মরশুমের আইপিএলের (IPL 2024) ৫৯তম ম্যাচে গত বারের দুই ফাইনালিস্ট গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস (Gujarat Titans vs Chennai Super Kings) একে অপরের মুখোমুখি হচ্ছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবার নাটকীয়ভাবে শেষ লগ্নে চার ছক্কা হাঁকিয়ে সিএসকে খেতাব জিতিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের গুজরাতের আশা ভেঙ্গে চুরমার হয়েছিল। আজকের ম্যাচে পরাজয় কিন্তু এবারের প্লে-অফের দৌড় থেকেই গুজরাতকে ছিটকে দেবে। তাই এই ম্যাচ শুভমন গিলদের জন্য কার্যত মরণ-বাঁচন ম্যাচ।


গুজরাত টাইটান্স একেবারেই ভাল ফর্মে নেই। নিজেদের গত পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে টাইটান্সরা। টুর্নামেন্টের প্রায় শেষ হতে চললেও, দলের ভারসাম্য খুঁজে পেতে এখনও নাজেহাল হতে হয়েছে তাদের। মরশুমে সর্বাধিক ২২জন ক্রিকেটার টাইটান্সের হয়ে মাঠে নেমেছেন। হার্দিক পাণ্ড্য এবং মহম্মদ শামির অনুপস্থিতি যে টাইটান্সকে যে ভোগাচ্ছে, তা বলাই বাহুল্য। তবে গুজরাতের প্রতিপক্ষ সিএসকের ফর্ম বা পরিস্থিতিও যে খুব ভাল তেমনটা কিন্তু নয়।


গত বারের চ্যাম্পিয়নরা আপাতত লিগ তালিকায় চারে আছে বটে, তবে তারাও বিগত পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে। উপরন্তু দলের প্রায় গোটা ফাস্ট বোলিং ইউনিটই হয় আহত, নয় অন্য কোনও কারণে নেই। দীপক চাহার, তুষার দেশপাণ্ডেদের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। মাথিশা পাথিরানা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন আর মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেশে ফিরে গিয়েছেন। তবে একজনের দুর্ভাগ্য, আরেকজনের কাছে সুযোগ। তারকা ফাস্ট বোলারদের অনুপস্থিতিতে সিমরণজিত সিংহ সুযোগের সদ্বব্যহার করেছেন। গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি ১৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন। 


যদিও সিমরণজিৎ যখন বল করতে আসেন তখন পাঞ্জাবের চার উইকেট পড়েই গিয়েছিল। তা সত্ত্বেও, তাঁর বোলিং কিন্তু সিএসকে সমর্থকদের মনে আশা জাগাতে বাধ্য। দলের ব্যাটিং নিয়ে অবশ্য চাপ তুলনামূলক কম। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। মাঝের ওভারে শিবম দুবের পাওয়ার হিটিং তাঁকে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাইয়ে দিয়েছে। এবার দেখার ৪০ ওভারের লড়াই শেষে কোন দল জয়ের হাসি হাসে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.