নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, উভয় ফর্ম্যাটেই দাপুটে মেজাজে সিরিজ় জিতে নিয়েছে ভারতীয় দল। তবে জস বাটলারদের বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়েই বিরাট ধাক্কা খেয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজস্থান রয়্যালসেরই চাপ বেড়েছিল। চোট পেয়েছিলেন দলের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। কেমন আছেন তিনি?


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে হাসাপাতালে স্যামসনের আঙুলে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। ESPNCricinfo-র রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারিই স্যামসনের আঙুলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি শীঘ্রই রিহ্যাবও শুরু করে ফেলবেন। কিন্তু সদ্যই অস্ত্রোপচারের পর রিহ্যাব করে স্যামসন আইপিএলের আগে ফিট হতে পারবেন কি না, এখন সেই প্রশ্নই রাজস্থান রয়্যালস অনুরাগীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।


 






তারকা উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ আন্তর্জাতিক ম্যাচে পেসার তথা স্যামসনের রাজস্থান রয়্যালস সতীর্থ জোফ্রা আর্চারের বলে চোট পান। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে চোট পান কেরলের উইকেটকিপার ব্যাটার সঞ্জু । জোফ্রা আর্চারকে প্রথম বলেই ছক্কা মেরে ইনিংস শুরু করেছিলেন সঞ্জু । জোফ্রা আর্চারের প্রথম ওভারে ১৬ রান নেন আর্চার । সেই ওভারেই তৃতীয় বলে সঞ্জুর আঙুলে চোট লাগে । জোফ্রা আর্চার টি-২০ সিরিজে সঞ্জুকে বারবার পরীক্ষার মুখে ফেলেছেন । এক্সপ্রেস গতিতে বল করেছেন আর্চার। রবিবার প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেছিলেন সঞ্জু । কিন্তু ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে মার্ক উড তুলে নেন তাঁর উইকেট। বাড়তি বাউন্স সামলাতে পারেননি তিনি । ১৬ রান করেই মাঠ ছাড়েন সঞ্জু।


এবার আঙুলের চোটে কাবু হলেন। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে রয়েছে প্রশ্ন । । তাঁর নাকি তর্জনী ভেঙেছিল। কেরলের হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচেও খেলতে পারেননি সঞ্জু। এক মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে শোনা গিয়েছিল। সেইমতোই তাঁর কিন্তু আইপিএলের নতুম মরশুম শুরুর আগে ফিট হয়ে যাওয়ার কথা।


বড় কিছু না ঘটলে তাই আইপিএলের মরশুম শুরুর পর একেবারে প্রথম থেকেই রাজস্থানের হয়ে নামতে পারবেন, দলেক অধিনায়ক তথা তারকা কিপার-ব্যাটার স্যামসন। আন্তর্জাতিক আঙিনায় সম্প্রতি পরের পর বড় রান করতে ব্য়র্থ হয়েছেন স্যামসন। তবে আইপিএলে নামলে সেই ফর্ম পিছনে ফেলে দলের হয়ে ম্যাচগুলিতে নিশ্চয়ই মরিয়া হয়ে রানে ফেরার চেষ্টা করবেন। তিনি সফল হন কি না, এখন সেটাই দেখার বিষয়। 


আরও পড়ুন: নতুন মরশুমের আগে অধিনায়ক ঘোষণা করল আরসিবি, অবশেষে কার হাতে উঠল দায়িত্ব?