মুম্বই: আইপিএলের মাঝেই দেশে ফিরে গেলেন শিমরন হেটমায়ের। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মিডল অর্ডারের অন্যতম ভরসা ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার। তবে তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী-র পাশে থাকতেই গায়ানায় উড়ে গেলেন হেটমায়ের। রাজস্থান রয়্যালসের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই ক্যাপশনে লেখা হয়েছে, ''আজ সকালেই গায়ানাতে উড়ে গেলেন শিমরন হেটমায়ের। তাঁর স্ত্রী প্রথম সন্তানের জন্ম দিতে চলেছে। দ্রুত হেটমায়ের দলের সঙ্গে যোগ দেবেন।''


রয়্যালস শিবির এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। দলের এই সাফল্যের পেছনে অনেক বড় অবদান রয়েছে হেটমায়েরের। ৭২ গড়ে ১১ ইনিংসে মোট ২৯১ রান করেছেন ক্যারিবিয়ান এই বাঁহাতি তারকা।


গতকালই পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ৬ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই থাকল রাজস্থান। হেরে প্লে-অফে যোগ্যতা অর্জন করার দৌড়ে পিছিয়ে পড়ল পাঞ্জাব। এখন ১১ ম্যাচে ময়ঙ্ক আগরওয়ালদের পয়েন্ট ১০। তাঁরা এখন পয়েন্ট তালিকায় সাত নম্বরে।


গতকালের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক ময়ঙ্ক। তাঁর এই সিদ্ধান্তে যে কোনও ভুল ছিল না, সেটা দেখিয়ে দেন ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে পাঞ্জাব। ৪০ বলে ৫৬ রান করেন ওপেনার জনি বেয়ারস্টো। অপর ওপেনার শিখর ধবন করেন ১২ রান। তিন নম্বরে নেমে ২৭ রান করেন ভানুকা রাজাপক্ষে। চার নম্বরে নেমে ১৫ রান করেন ময়ঙ্ক। পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন উইকেটকিপার-ব্যাটার জীতেশ শর্মা। তিনি ১৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ২২ রান করেন। ঋষি ধবন ৫ রান করে অপরাজিত থাকেন। 


রাজস্থানের হয়ে এই ম্যাচেও ভাল বোলিং করেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহল। তিনি ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ ও রবিচন্দ্রন অশ্বিন।