মোহালি: তিনি অধিনায়ক হিসাবে গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) চ্যাম্পিয়ন করেছিলেন। তবে এবার অনেককে বিস্মিত করে দিয়ে তাঁকে রিটেন করেনি শাহরুখ খান, জুহি চাওলার দল। রবিবার জেড্ডার নিলামে যে সেই শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে ঝড় উঠবে, পূর্বাভাস ছিলই।


শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। যা দেখে অনেকে বলাবলি করছেন, সুপারহিট বীরজারা সিনেমার 'বীর' শাহরুখ খানের দলকে আইপিএল ট্রফি দেওয়া ক্রিকেটারের ওপর এবার লগ্নি করছে কোনওদিন আইপিএল ট্রফি জয়ের স্বাদ না পাওয়া 'জারা' প্রীতি জিন্টার দল।


কিন্তু শ্রেয়সই কি পাঞ্জাব কিংসের সম্ভাব্য অধিনায়ক? এ নিয়ে প্রশ্ন করা হলে চমকপ্রদ উত্তর দিলেন পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বিচ্ছেদের পর যিনি এখন পাঞ্জাব কিংসের দায়িত্বে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়ে দিলেন, তিনি শ্রেয়সের সঙ্গে নেতৃত্ব নিয়ে কথা বলতে চেয়ে ফোন করেছিলেন। কিন্তু ফোন ধরেননি শ্রেয়স!


রবিবার নিলামের প্রথম পর্বের শেষে পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিংকে জিজ্ঞেস করা হয়েছিল, অধিনায়ক হিসাবে কি তবে শ্রেয়স আইয়ারকেই দেখা যাবে? অধিনায়ক ভেবেই কি তাঁকে দলে নেওয়া হল? পন্টিং বলেন, 'আমার সঙ্গে ওর কথা হয়নি। আমি নিলামের আগে ওর সঙ্গে কথা বলতে চেয়ে ফোন করেছিলাম। কিন্তু ও ফোন ধরেনি।' যা শুনে অনেকেই বিস্মিত হয়ে যান।


 






তবে অধিনায়ক হিসাবে শ্রেয়সের কৃতিত্বের প্রশংসা করেছেন পন্টিং। বলেছেন, 'আইপিএলে ও অধিনায়ক হিসাবে সফল। দিল্লিতে ৩-৪ বছর ওর সঙ্গে কাজ করেছি। গতবার তো ওর নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ওর সঙ্গে আবার কাজ করতে পারব ভেবে খুব আনন্দ হচ্ছে। ও আমাদের হয়েও সেই কাজই করে দেখাবে বলে আমরা আত্মবিশ্বাসী।' 


পাঞ্জাব দলে যোগ দিয়ে শ্রেয়স সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন। বলেন, 'পাঞ্জাব কিংস পরিবারে যোগ দিয়ে খুব খুশি। মরশুম শুরু করার জন্য তর সইছে না।'


আরও পড়ুন: শ্রেয়সকেও দামে ছাপিয়ে গেলেন পন্থ, ২৭ কোটি টাকায় দিল্লির হাত থেকে ছিনিয়ে নিল লখনউ




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।