কলকাতা: চমক দিয়ে শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। যে ক্রিকেটার অধিনায়ক হিসাবে গত আইপিএলেই তাদের ট্রফি দিয়েছেন, সেই শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) রিটেন করেনি কেকেআর। অনেকেই ভেবেছিলেন যে, কেকেআর ও শ্রেয়সের মধুচন্দ্রিমা সাঙ্গ। নতুন কাউকে অধিনায়ক হিসাবে চাইছে নাইট শিবির।
কিন্তু রবিবার জেড্ডার নিলামে শুরুতেই শ্রেয়সকে নিয়ে দর হাঁকতে শুরু করে কেকেআর। যাঁর প্রারম্ভিক মূল্য ছিল ২ কোটি টাকা। তাদের সঙ্গে দর হাঁকতে শুরু করে পাঞ্জাব কিংসও। একটু পরেই লড়াইয়ে প্রবেশ দিল্লি ক্যাপিটালসের। বোঝাই যাচ্ছিল যে, দিল্লি ও পাঞ্জাব - দুই দলই শ্রেয়সকে অধিনায়ক হিসাবে পরিকল্পনা করে সেই মতো করে নিলামে দর হাঁকছে।
একটা সময় দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছেন শ্রেয়স। পুরনো ক্রিকেটারকে দলে ফেরাতে মরিয়া হয়ে ঝাঁপায় দিল্লি ক্যাপিটালস। যাদের হয়ে রবিবার নিলামের টেবিলে ছিলেন জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।
শেষ পর্যন্ত আইপিএলের ইতিহাসে দামের সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন শ্রেয়স আইয়ার। দরাদরির পর ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়সকে কিনে নিল পাঞ্জাব কিংস। এত অর্থে এর আগে কোনও ক্রিকেটার কোনওদিন বিক্রি হননি। এর আগে গত বছর আইপিএলে মিনি অকশনে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সেটাই ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে কোনও ক্রিকেটারের বিক্রি হওয়ার নজির। সেবারই প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদও।
তবে শ্রেয়সকে নিয়ে দড়ি টানাটানিতে সব রেকর্ড ম্লান হয়ে গেল। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়সকে ছিনিয়ে নিল প্রীতি জিন্টার দল। সঙ্গে সঙ্গে এ-ও পরিষ্কার হয়ে গেল যে, শ্রেয়সকেই সম্ভবত নেতৃত্বের ব্যাটন তুলে দেবে পাঞ্জাব। যারা এর আগে কখনও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি।