মুম্বই: নতুন অধিনায়কের নেতৃত্বে এবার দারুণ পারফর্ম করছে পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ টো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। বিশেষ করে নজর কেড়েছে পাঞ্জা কিংসের বোলিং লাইন আপ। পেস বিভাগে কাগিসো রাবাডা ও স্পিন বিভাগে রয়েছেন রাহুল চাহার। এছাড়াও অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন যাঁরা এবারের আইপিএলে নিজেদের পারফরম্যান্সে ছাপ রেখেছেন। তাঁদেরই মধ্যে একজন হলেন বৈভব আরোরা।


বৈভবের অজানা গল্প


সিএসকের বিরুদ্ধে বৈভবের বোলিং নজর কেড়েছিল সবার। ১৮১ রান তাড়া করতে নেমে রবীন্দ্র জাডেজার দল মাত্র ১২৬ রানে অল আউট হয়ে যায়। ২৪ বছরের বৈভব ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। অভিষেকেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই তরুণ বোলারই নাকি একটা সময় ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু কেন? বৈভবের ব্যক্তিগত কোচ রবি ভার্মা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ২০১৮ সালে না কি একপ্রকার ক্রিকেট ছেড়েই দিতে চেয়েছিলেন বৈভব। তিনি বলছেন, ''একবার এক জেলাস্তরের খেলায় বৈভবের বলে টানা ৭টি ক্যাচ মিস করে ফিল্ডাররা। এই ম্যাচের পর ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিল ও। আমাকে এসে বলে যে স্যার, কোনও একটি বেসরকারি চাকরি খুঁজে দিন। ক্রিকেট আমার আর খেলা হবে না। আমি তখন ওকে বলি যে পরবর্তীতে এরকম কথা যেন ও আমাকে আর না বলে।''


এরপরই নিজেকে নতুন করে গড়ে তোলার কাজে নেমে পড়েন বৈভব। ২০১৯-২০ মরসুমে রঞ্জি ট্রফির দলেও সুযোগ পেয়ে যান। সৌরাষ্ট্রের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ২০২০ আইপিএলে পাঞ্জাব কিংসের নেট বোলার ছিলেন। বৈভব নিজে জানিয়েছিলেন, ''পাঞ্জাব কিংসে থাকা ওই ৮০দিন আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি নেটে কে এল রাহুল, ক্রিস গেল, গ্লেন ম্যাক্সওয়েল, ময়ঙ্ক অগ্রবালদের বোলিং করেছিলাম। ভেতর থেকে অনেক বেশি আত্মবিশ্বাস পাচ্ছিলাম। ভয়টা মন থেকে দূর হয়ে গিয়েছিল।''