কলকাতা: আইপিএলে (IPL) মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni), রুতুরাজ গায়কোয়াড়দের পাড়ায় হার কলকাতা নাইট রাইডার্সের। দিল্লি ক্যাপিটালসে নতুন ক্রিকেটার। কেমন আছেন ময়ঙ্ক যাদব? খেলার দুনিয়ার সারাদিন।


চেন্নাইয়ের কাছে হার


চেন্নাই মানেই শাহরুখ খান-জুহি চাওলার (Shah Rukh Khan and Juhi Chawla) দলের জন্য পয়মন্ত শহর। চিপক স্টেডিয়াম মানেই কলকাতা নাইট রাইডার্সের কাছে স্মৃতির মাঠ। হবে নাই বা কেন? এই মাঠেই যে ২০১২ সালে প্রথম আইপিএল (IPL 2024) জয়ের স্বাদ পেয়েছিল কেকেআর (KKR)।


১২ বছর পর অবশ্য সেই মাঠে হতাশা সঙ্গী হল কেকেআরের। টানা তিন ম্যাচ জিতে চেন্নাইয়ে গিয়েছিল কেকেআর। এই প্রথম আইপিএলে প্রথম তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করেছে কেকেআর। কিন্তু তাদের জয়রথের চাকা বসে গেল চিপকেই। ৭ উইকেটে নাইটদের হেলায় হারিয়ে আইপিএলে হারের হ্যাটট্রিক রুখল চেন্নাই সুপার কিংস।


ময়ঙ্কের আপডেট


ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) জার্সিতে বল হাতে আলোড়ন ফেলেছেন। ছিপছিপে শরীর। ঘণ্টায় দেড়শো কিলোমিটাররেও বেশি গতিতে বল করছেন। চলতি আইপিএলে দ্রুততম বলটিও বেরিয়েছে তাঁর হাত থেকে। ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে।


কিন্তু রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র এক ওভার বল করে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। তখন থেকেই তাঁর চোট নিয়ে জল্পনা ছড়িয়েছিল। অনেকে বলাবলি করছিলেন, তরুণ ফাস্টবোলারের সাইডস্ট্রেন হয়েছে। এক্সপ্রেস গতিতে বল করা যে কারও জন্য যে চোট খুব স্বাভাবিক। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ জিতে নেয়। আইপিএলে এই প্রথম লখনউ হারাল গুজরাতকে। তবে ম্যাচে আর মাঠে নামেননি ময়ঙ্ক।


অবশেষে সোমবার তরুণ ফাস্টবোলারকে নিয়ে বিবৃতি দিল লখনউ সুপার জায়ান্টস। দলের চিফ এগজিকিউটিভ অফিসার বিনোদ বিস্ত জানিয়েছেন, ময়ঙ্কের তলপেটে টান লেগেছে। সতর্কতা হিসাবে তাঁকে অতিরিক্ত পরিশ্রম করতে দেওয়া হচ্ছে নায আগামী এর সপ্তাহ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। দ্রুত মাঠে ফিরবেন ময়ঙ্ক, আশা প্রকাশ করেছেন লখনউ সুপার জায়ান্টসের সিইও।


ব্রুকের পরিবর্তে কে?


গত আইপিএলে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তাঁর বিধ্বংসী ইনিংস কলকাতা নাইট রাইডার্সকে (KKR) জোরাল ধাক্কা দিয়েছিল। ঘরের মাঠে ম্যাচ হেরে গিয়েছিল কেকেআর। ইংল্যান্ডের সেই হ্যারি ব্রুককে এবার দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন ব্রুক। জানা গিয়েছিল, ঠাকুমা মারা যাওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত ব্রুক। তাই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।


সেই ব্রুকের পরিবর্ত হিসাবে এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে সই করাল দিল্লি ক্যাপিটালস। সোমবার ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হল, বাকি আইপিএলে তাদের হয়ে খেলবেন প্রোটিয়া তারকা লিজাড উইলিয়ামস (Lizaad Williams)। ন্যূনতম দর ৫০ লক্ষ টাকাতেই দিল্লি দলে যোগ দিলেন তিনি। ৪ কোটি টাকায় ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।


রোহিতের লং ড্রাইভ


নেতৃত্ব হারিয়ে যেন শিরোনামে থেকেই গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি যা করছেন, সবই খবর। ড্রেসিংরুমে কী বলছেন, মাঠে কী ইঙ্গিত করছেন, হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) সঙ্গে কথা বলছেন কি না, সব কিছু নিয়েই কাটাছেঁড়া চলছে।


তবে বিতর্ক নিয়ে ভাবতে নারাজ রোহিত। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিককে দায়িত্ব দেওয়ার পরেও মুখে কুলুপ এঁটেছিলেন। কোনও প্রতিক্রিয়া দেওয়ার রাস্তাতেই হাঁটেননি হিটম্যান। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন রোহিতের স্ত্রী রীতিকা।


আইপিএলের মাঝেই এবার খোশমেজাজে ছবি পোস্ট করলেন রোহিত। স্ত্রীর সঙ্গে খুনসুটি করতেও দেখা গেল মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানকে। একটি গলফ কার্টে চেপে ঘুরলেন রীতিকার সঙ্গে। মজা করে লিখলেন, 'লং ড্রাইভ।'


জাডেজার কীর্তি


তিনি মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করবেন। প্রকৃত অর্থেই অলরাউন্ডার। বল হাতে দুরন্ত স্পেল করতে পারেন। ভেঙে দিতে পারেন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। ব্যাটে বিগহিটার। তিনি ক্রিজে থাকা মানে কোনও প্রতিপক্ষই স্বস্তিতে থাকবে না। চার-ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফিল্ডিংয়ে বিশ্বের অন্যতম সেরা। তাঁর পাশ দিয়ে বল গলিয়ে দেবেন, কোন ব্যাটারের সাধ্যি। তিনি, স্যর রবীন্দ্র জাডেজা। সোমবার চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জয়ের সারথি। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তিন উইকেট। ম্যাচের রং পাল্টে দেন জাড্ডুই। আইপিএলে এমন একটি কীর্তি গড়লেন জাডেজা, যা আর কারও নেই। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ব্যাটে এক হাজার রান, বল হাতে একশো উইকেট ও একশো ক্যাচের মালিক হলেন জাডেজা।