কলকাতা: ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অন্য়দিকে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। আম্পায়ারিং নিয়ে ক্ষোভ বিরাটদের। দেখে নিন রােববারের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -


কেকেআরের জয়


প্রথমে বোর্ডে কেকেআর তুলল ২২২/৬। আর সেই রান তাড়া করতে নেমে ২২১ রানে অল আউট হয়ে গেল আরসিবি। একই সঙ্গে এবারের মত বিরাট কোহলিদের প্লে অফের সম্ভাবনায় জল ঢেলে দিল কেকেআর। শেষ ওভারে আরসিবির প্রয়োজন ছিল ২১ রান। বল করতে এসে কর্ণ শর্মার কাছে তিনটি ছক্কা হজম করে ফেলেছিলেন স্টার্ক। তবে নিজেই নিজের বলে ফেরালেন অজি পেসার। 


পাঞ্জাবের বিরুদ্ধে জয় গুজরাতের


নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংস হেরে গেল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৪২ রানে অল আউট হয়ে গিয়েছিল স্যাম কারানের নেতৃত্বাধীন পাঞ্জাব। ১৪৩ রান রান তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় গিল ব্রিগেড। ১৮ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলেন রাহুল তেওয়াটিয়া। ৩৫ রানের ইনিংস খেলেন শুভমন গিল। এই ম্য়াচ জয়ের ফলে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এল গুজরাত।


ভক্তের আবদার মেটালেন মাহি


একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (LSG vs CSK) ম্যাচের আগে ধোনি অনুশীলন করার সময় তাঁর ছবি হাতে এক সমর্থককে দেখতে পান। ধোনির দর্শন পাবেন, এই আশাতেই অপেক্ষারত ছিলেন সেই অনুরাগী। ধোনির ছবি আঁকা সেই কাগজে মাহি নিজেই সই করেন। ধোনির নিজের অনুরাগীর স্বপ্নপূরণের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে।


আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ আরসিবি শিবির


কেকেআরের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির আউট বিতর্কে আম্পায়ারিং নিয়ে আরসিবি শিবিরে এমন ক্ষোভের সঞ্চার হয়েছে যে, কেউই সাংবাদিকদের মুখোমুখি হবেন না বলে ঠিক করে ফেলেছেন। দীর্ঘ অপেক্ষার পর এলেন রিস টপলি। মনে করিয়ে দেওয়া যাক, টপলি আরসিবির প্রথম একাদশে ছিলেন না। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেও খেলেননি। এমনকী, টসের সময় ম্যাচ রেফারির কাছে যে পাঁচজন ক্রিকেটারের তালিকা জমা দিয়ে হয় সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে, সেখানেই ছিল না টপলির নাম। তাহলে এরকম কাউকে সাংবাদিকদের সামনে ঠেলে দেওয়া হল কেন? জানা গেল, প্রাথমিকভাবে সাংবাদিক বৈঠক না করার সিদ্ধান্তই নিয়েছিল আরসিবি। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মভঙ্গ হবে, সেই কারণে টপলিকে পাঠানো হয়। দায়সারাভাবে।