চেন্নাই: আইপিএলের (IPL 2024) প্লে-অফের দৌড়ে থাকা দুই দল চিপকে আজ দুই ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) রবিবাসরীয় মহামোকাবিলায় জয় পেলে কেকেআরকে পিছনে ফেলে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে আসবে। অপরদিকে, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দুই পয়েন্ট পেয়ে প্রথম চারে প্রবেশ করতে পারে। ফলে দুই দলের ক্ষেত্রেই এই ম্যাচের দুই পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণ।
সিএসকের এ মরশুমে ঘরের মাঠে অপ্রতিরোধ্য থাকার রেকর্ড গত ম্যাচেই ভেঙে চুরমার হয়েছে। মার্কাস স্টোইনিসের অনবদ্য শতরানে হলুদ ব্রিগেড ২১১ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়। অপরদিকেস সানরাইজার্সও নাগাড়ে চার ম্যাচ জিতে দুরন্ত ছন্দে এগিয়ে যাচ্ছিল। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩৫ রানে পরাজিত হতে হয়েছে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজিকে। অর্থাৎ দুই ফ্র্যাঞ্চাইজিই জয়ের সরণিতে ফিরতে মরিয়া হয়ে মাঠে নামবে আজ।
সানরাইজার্স কিন্তু এ মরশুমে ইতিমধ্যেই একবার সিএসকেকে হারিয়েছে। বলা ভাল হেলায় হারিয়েছিল। উপ্পলে ১৬৬ রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে ছয় উইকেটেই ম্যাচ জিতে নিয়েছিল সানরাইজার্স। সেক্ষেত্রে সিএসকের বিরুদ্ধে সিজন ডবল করার সুযোগ কামিন্সদের সামনে।
দুই দলেই একগুচ্ছ তারকা। কিন্তু ম্য়াচটা মূলত সানরাইজার্স হায়দারাবাদের ব্যাটিং বনাম সিএসকের বোলিংয়ের হতে চলেছে বলে মনে করছেন অনেকে। চলতি মরশুমে দুই বার টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে সানরাইজার্স। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেনদের নিয়ে তৈরি ব্যাটিং লাইন আপ, যে কোনও বোলিং আক্রমণের রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। এক্ষেত্রে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইতে যেমন মন্থর গতির পিচ দেখা গিয়েছিল, সেই পিচে খেলে হেডদের বেগ দেওয়ার পরিকল্পনা করতে পারে সিএসকে।
জাডেজা, মঈন আলি, থিকসানাদের নিয়ে তৈরি হলুদ ব্রিগেডের স্পিন আক্রমণ বিভাগ কিন্তু বেশ শক্তিশালী। উপরন্তু, গত ম্যাচেই হেড উইল জ্যাকসের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে আউট হয়েছেন। তাই শুরুতেই হেডের বিরুদ্ধে স্পিন হাতিয়ার নিক্ষেপ করতে পারে হলুদ ব্রিগেড। পরে শিশিরের প্রভাব লক্ষ্য করা যেতে পারে। তাই স্পিনারদের কাজে লাগাতে দুই দলই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। রবিবাসরীয় সন্ধেতে যে এক হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: তরুণ ধ্রুবকে সঙ্গে নিয়ে রাজস্থানকে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়লেন স্যামসন