দুবাই: ত্রয়োদশ আইপিএলে আজ, মঙ্গলবার মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ| পয়েন্ট টেবিলে দু দলই চাপে| সাতটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে হায়দরাবাদ| আর চেন্নাই জিতেছে দু ম্যাচ|

আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৬ ওভার পর্যন্ত রাশ হাতে রেখেও হারতে হয়েছে ওয়ার্নারদের| অধিনায়ক নিজে রান করলেও স্ট্রাইক রেট পড়তির দিকে| রশিদ খান আগের ম্যাচে মার খেয়েছেন| মণীশ পাণ্ডের ধারাবাহিকতার অভাব| সব মিলিয়ে চাপে হায়দরাবাদ|

অন্যদিকে, সিএসকে শিবিরের গড় বয়স অনেক বেশি| মিডল অর্ডারও ছন্দে নেই| দুই ওপেনার ওয়াটসন ও ডুপ্লেসির ওপর অতিরিক্ত নির্ভরশীল দল| সব মিলিয়ে চাপে ধোনিরাও|

চেন্নাই সুপার কিংস

শেন ওয়াটসন
ফাফ ডুপ্লেসি
অম্বাতি রায়ডু
এন জগদীশান
মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক)
রবীন্দ্র জাডেজা
স্যাম কারান
ডোয়েন ব্র্যাভো
দীপক চাহার
শার্দুল ঠাকুর
কর্ণ শর্মা
সানরাইজার্স হায়দরাবাদ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)
জনি বেয়ারস্টো
মণীশ পাণ্ডে
কেন উইলিয়ামসন
প্রিয়ম গর্গ
অভিষেক শর্মা
বিজয় শঙ্কর
রশিদ খান
টি নটরাজন
খলিল আমেদ
সন্দীপ শর্মা