চেন্নাই: আইপিএলে সুপার সানডে। এক জোড়া ম্য়াচ রয়েছে রবিবার। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। চলতি মরসুমে চিপকে শেষ ম্যাচ হতে চলেছে এই ম্যাচই। এখনও পর্যন্ত চিপকে সব ম্য়াচই হয়েছে লো স্কোরিং। প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৪। এমনিতেও খুব বেশি রান ওঠার নজির নেই এই মাঠে। আইপিএলের ইতিহাসে এই মাঠে প্রথমে ব্য়াট করে গড় স্কোর ১৬৩। শেষ তিনটি ম্যাচে প্রথম ব্যাট করা দল ১৪০ রানও তুলতে পারেনি। তাই দিল্লি ও হায়দরাবাদ, দুই দলের ব্যাটসম্যানদেরই কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে।


মুম্বইয়ে তিন ম্যাচ খেলে দুটি জিতেছিল দিল্লি। চিপকে অপেক্ষাকৃত মন্থর পিচে মানিয়ে নিতে সমস্যায় পড়লেও আগের ম্যাচে অমিত মিশ্রর দুরন্ত বোলিংয়ের সুবাদে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে দিল্লি। ব্যাট হাতে ভরসা দিচ্ছেন শিখর ধবন ও শিমরন হেটমায়ার। 


অন্যদিকে টানা তিন ম্যাচে হার দিয়ে এবারের আইপিএলে অভিযান শুরু করেছিল হায়দরাবাদ। সেখান থেকে আগের ম্য়াচে রান তাড়া করে একপেশেভাবে জিতেছিলেন ডেভিড ওয়ার্নাররা। যা দলের মনোবলকে বাড়িয়ে দিয়েছে। চোট সারিয়ে দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। পাশাপাশি ব্যাট হাতে দুরন্ত ফর্মে জনি বেয়ারস্টো। ইনিংস ওপেন করার সুযোগ পেয়ে তিনি মেজাজে ব্যাট করছেন। রবিবার তাঁকে থামানোর চ্যালেঞ্জ দিল্লির বোলারদের।


চোটের জন্য টি নটরাজন গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। অন্যদিকে করোনা সারিয়ে দলে যোগ দিয়েছেন দিল্লির বাঁহাতি স্পিনার অক্ষর পটেল। খেলানো হবে কি তাঁকে?


সম্ভাব্য দল


দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধবন, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার, ললিত যাদব, আর অশ্বিন, কাগিসো রাবাডা, অমিত মিশ্র ও আবেশ খান।


সানরাইজার্স হায়দরাবাদ: জনি বেয়ারস্টো (উইকেটকিপার), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, কেদার যাদব, বিজয় শঙ্কর, বিরাট সিংহ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল ও খলিল আমেদ।