মুম্বই: একদিকে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলের এক ও দুইয়ের লড়াই। রবিবার আইপিএলের প্রথম ম্য়াচেই জমজমাট লড়াই অপেক্ষা করে রয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য। যে লড়াইয়ের উন্মাদনা বাড়িয়ে দিচ্ছে দুই দলের দুই অধিনায়কের নাম। রবিবারের ম্যাচ যে বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির শ্রেষ্ঠত্বের পরীক্ষাও।


গত মরসুমেও অনেকেই হয়তো কল্পনা করতে পারতেন না যে, এবারের আইপিএলে পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে থাকবে আরসিবি ও সিএসকে। কিন্তু খেলাটার নাম ক্রিকেট। মহান অনিশ্চয়তার খেলা বলা হয় যাকে। তার ওপর ফর্ম্যাট হল টি-টোয়েন্টি। যেখানে এক ওভারে ম্যাচের রং বদলে যেতে পারে। তাই অবাক হলেও সত্যি যে, পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে রয়েছে বিরাট ও ধোনির দলই।


চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর পরপর তিন ম্যাচ জিতেছে এবং রবিবার মাঠে নামবে টানা চার ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে। অন্যদিকে আরসিবির সামনে ৬ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করার সুযোগ। রবিবার চেন্নাইকে হারাতে পারলে টানা পাঁচ ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করবে আরসিবি। ২০১৫ সালে যে নজির ছিল রাজস্থান রয়্যালসের। টুর্নামেন্টের শুরু থেকে টানা পাঁচ ম্যাচ জিতেছিল রাজস্থান। সেদিক থেকে দেখলে নতুন মাইলফলক তৈরি করার হাতছানি বিরাটদের সামনে।


কারা সুযোগ পাবেন রবিবার দুই দলের প্রথম একাদশে? পরিবর্তনের সম্ভাবনা কম। দুই দলই সম্ভবত তাদের উইনিং কম্বিনেশন ভাঙবে না।


সম্ভাব্য দল


চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, লুনগি এনগিডি, দীপক চাহার ও শার্দুল ঠাকুর।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: দেবদত্ত পড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্য়াক্সওয়েল, এ বি ডিভিলিয়ার্স (উইকেটকিপার), শাহবাজ আমেদ, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, কেন রিচার্ডসন, হর্ষল পটেল, যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ সিরাজ।