দুবাই: কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
হায়দরাবাদের আগের ম্যাচের দল থেকে একটিই পরিবর্তন করা হয়েছে। সিদ্ধার্থ কৌলের পরিবর্তে সুযোগ পেয়েছেন খলিল আমেদ। অন্যদিকে, পঞ্জাব তিনটি পরিবর্তন করেছে। ক্রিস জর্ডান, হরপ্রীত ব্রার ও সরফরাজ খানের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে শিমরন সিংহ, অর্শদীপ সিংহ ও মুজিব উর রহমানকে।
টসের পর ওয়ার্নার বলেছেন, ‘আগের ম্য়াচে রান তাড়া করার সময় পরপর উইকেট হারিয়েছিলাম মিডল অর্ডারে। দু-তিন ওভার ছাড়া বোলিং ভাল হয়েছিল।’ পঞ্জাব অধিনায়ক রাহুল বলেছেন, ‘আমিও শুরুতে ব্যাট করতে চেয়েছিলাম। ব্যাটিং হোক বা বোলিং, ম্যাচ শেষ করে আসতে পারছি না। শুরুটা ভাল করেও সেটা ধরে রাখতে পারছি না। সেট হয়ে গিয়েও আউট হয়ে যাচ্ছে ব্যাটসম্যানেরা। বোলাররা পরিকল্পনা ঠিকমতো কাজে লাগাতে পারছে না। এই ম্যাচে ছবিটা বদলাতে চাই।’
সানরাইজার্স হায়দরাবাদ দল: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডে, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, রশিদ খান, সন্দীপ শর্মা, খলিল আমেদ ও টি নটরাজন।
কিংস ইলেভেন পঞ্জাব দল: কে এল রাহুল (অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, মনদীপ সিংহ, নিকলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, শিমরন সিংহ, মুজিব উর রহমান, অর্শদীপ সিংহ, শেলডন কটরেল, মহম্মদ শামি ও রবি বিষ্ণোই।
SRH vs KXIP, Toss Update: পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত ওয়ার্নারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Oct 2020 07:27 PM (IST)
Sunrisers Hyderabad vs Kings XI Punjab, IPL 2020: হায়দরাবাদের আগের ম্যাচের দল থেকে একটিই পরিবর্তন করা হয়েছে। সিদ্ধার্থ কৌলের পরিবর্তে সুযোগ পেয়েছেন খলিল আমেদ। অন্যদিকে, পঞ্জাব তিনটি পরিবর্তন করেছে। ক্রিস জর্ডান, হরপ্রীত ব্রার ও সরফরাজ খানের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে শিমরন সিংহ, অর্শদীপ সিংহ ও মুজিব উর রহমানকে।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -