দুবাই: আজ আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা কিংস ইলেভেন পঞ্জাব। অবশ্য হায়দরাবাদও খুব একটা ভাল জায়গায় নেই। কে এল রাহুলের দলের যেখানে ৫ ম্যাচে সংগ্রহ মাত্র ২ পয়েন্ট, সেখানে ডেভিড ওয়ার্নারের দল ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে। দু’দলই গত ম্যাচে হেরে গিয়েছে। ফলে আজকের ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ।

গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৩৪ রানে হেরে গিয়েছে হায়দরাবাদ। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গিয়েছে পঞ্জাব। দুটো দলই খাতায়-কলমে বেশ শক্তিশালী। কিন্তু পারফরম্যান্সে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। পঞ্জাবের অধিনায়ক রাহুল এবং অপর ওপেনার ময়ঙ্ক অগ্রবাল দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু দলের অন্যান্য ব্যাটসম্যানরা সেই তুলনায় একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না। গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, সরফরাজ খান, নিকোলাস পুরানরা দলকে ভরসা দিতে পারছেন না।

হায়দরাবাদের ব্যাটিং বিভাগেও ভরসা দুই ওপেনার ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডেরাও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। প্রিয়ম গর্গ, আবদুল সামাদ, অভিষেক শর্মারাও মাঝেমধ্যে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সের উন্নতি হচ্ছে না।

পঞ্জাবের বোলিং বিভাগে মহম্মদ শামি, শেল্ডন কট্রেল, রবি বিষ্ণোইরা থাকলেও, তাঁরা ডেথ ওভারগুলিতে বেশি রান দিয়ে ফেলছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে কোনও বোলারই দাপট দেখাতে পারেননি।

অন্যদিকে, ভুবনেশ্বর কুমারের চোট হায়দরাবাদ শিবিরের কাছে বড় ধাক্কা। রশিদ খান, টি নটরাজন, খলিল আহমেদ, সন্দীপ শর্মাদের বড় দায়িত্ব পালন করতে হবে।