দুবাই: রাজস্থান ব্যাটিংয়ের শেষ বড় নাম সঞ্জু স্যামসন যখন ২৫ বলে ২৬ রান করে আউট হন, জয়ের জন্য তখনও বাকি ৪৮ বলে ৮১ রান। রাজস্থান রয়্যালসের স্কোর তখন ১২ ওভারে ৭৮/৫।


সেখান থেকেই কার্যত অসাধ্য সাধন করলেন দুই অনামী ক্রিকেটার। রিয়ান পরাগ ও রাহুল তেওয়াটিয়া। ২৬ বলে অপরাজিত ৪২ রান করলেন রিয়ান। ২৮ বলে ৪৫ রান করে অপরাজিত রইলেন রাহুল। এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল রাজস্থান। দু পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল স্টিভ স্মিথের দল।

ম্যাচের সেরা হয়েছেন রাহুল। তিনি বলেন, ‘দল আমাকে এই দায়িত্বই দিয়েছিল। আমি ভালই ব্যাটিং করছিলাম। প্র্যাক্টিসেও ছন্দে ছিলাম। আত্মবিশ্বাসী ছিলাম। নিজের ভূমিকা স্পষ্ট হলে পারফর্ম করা সুবিধাজনক হয়ে যায়। পরপর উইকেট পড়ছিল বলে আমার পরিকল্পনা ছিল উইকেটে পড়ে থাকা আর আলগা বলের জন্য অপেক্ষা করা। সেটাই করেছি।’

আর এক নায়ক রিয়ান বলেছেন, ‘রাহুল ভাই ক্রিজে আসার পর ঠিক করেছিলাম ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যাব। রশিদ খানের এক ওভার বাকি ছিল আর আমরা পরিকল্পনামাফিক খেলেছি। ১৬ ওভারের পর থেকে আক্রমণের রাস্তায় যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর ছিলাম।’ রান পাননি বেন স্টোকস (৫), স্মিথ (৫), জশ বাটলার (১৬)-রা। তবে রিয়ান-রাহুল সব ঢেকে দিলেন ব্যাটের শাসনে।