SRH vs RR, Toss Update: রাজস্থানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে হায়দরাবাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Oct 2020 03:07 PM (IST)
আজ চলতি আইপিএল-এর ২৬ নম্বর ম্যাচ।
দুবাই: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, আজকের ম্যাচে তাঁর দলে একটি পরিবর্তন হয়েছে। আবদুল সামাদের বদলে খেলছেন বিজয় শঙ্কর। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছেন, তাঁর দলে চারটি পরিবর্তন হয়েছে। আজ খেলছেন বেন স্টোকস, রিয়ান পরাগ, জয়দেব উনাদকাট ও রবিন উথাপ্পা। বাদ পড়েছেন অ্যান্ড্রু টাই, যশস্বী জয়সোয়াল, বরুণ অ্যারন ও মহীপাল লোমরর। সানরাইজার্স হায়দরাবাদ দল- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, রশিদ খান, সন্দীপ শর্মা, খলিল আহমেদ ও টি নটরাজন। রাজস্থান রয়্যালস দল- জোশ বাটলার, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী ও জয়দেব উনাদকাট।