চেন্নাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই আইপিএলের ১৭তম সংস্করণ শুরু হতে চলেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচই দক্ষিণী ডার্বি। গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। দুই দলই আজকের ম্যাচের মাধ্য়মে নিজেদের নব যুগের সূচনা করতে চলেছে। টুর্নামেন্ট শুরুর আগেই গতকাল মহেন্দ্র সিংহ ধোনি সিএসকের নেতৃত্ব ছেড়েছেন। নতুন নেতা রুতুরাজ গায়কোয়াড়ের তত্ত্বাবধানে এটাই সিএসকের প্রথম ম্যাচ। আর আরসিবি নতুন নাম, নতুন লোগোতে মাঠে নামবে। দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে শহরের নাম অনুযায়ী করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএল মানেই একমাত্র টুর্নামেন্ট যেখানে মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেটার হিসাবে দেখা পাওয়া যায়। এই টুর্নামেন্ট বাদে আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না মাহি। তাই ধোনি সমর্থকরা বিশেষ করে আইপিএলের অপেক্ষায় প্রহর গোনেন। তবে মাহির অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত বেড়েছে জল্পনা। বছর ৪২-র ধোনির কি তবে এটাই শেষ আইপিএল হতে চলেছে? সেই কারণেই কি তাই তিনি নিজে উপস্থিত থাকাকালীনই রুতুকে নেতৃত্বের দায়ভার দিয়ে তাঁকে অধিনায়ক হিসাবে প্রস্তুত করতে আগ্রহী। ধোনি দিনকয়েক আগেই আবার নিজের নতুন ভূমিকার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন। কিন্তু কী সেই ভূমিকা তা খোলসা করেননি। উপরন্তু এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ক্রিকেটার ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।
তাদের প্রতিপক্ষ দলের নেতৃত্বে আবার ফাফ ডু প্লেসি। যিনি চিপক স্টেডিয়াম তথা সিএসকে ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে অবগত। হলুদ ব্রিগেডের হয়ে একাধিক আইপিএল জিতেছেন ফাফ। রুতুর পাশাপাশি নেমেছেন ব্যাট হাতে ওপেনিং করতেও। ফাফের চিপকের পরিবেশ, পিচ সম্পর্কে বিস্তর ধারণা থাকলেও, আরসিবির রেকর্ড কিন্তু চেন্নাইয়ের মাঠে খুবই খারাপ। সেই ২০০৮ সালে শেষবার সিএসকেকে তাদের ঘরের মাঠে পরাজিত করেছিল আরসিবি। তাই ফাফদের সামনে যে চ্যালেঞ্জটা কঠিন হতে চলেছে, তা বলাই বাহুল্য। ম্যাচে লড়াইটা কিন্তু চিপকের স্পিনসহায়ক পিচে আরসিবিরি ব্যাটিং বনাম সিএসকের স্পিন বোলিংয়েরই হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কেকেআরের মরশুমের প্রথম ম্যাচেই বিঘ্ন! বৃষ্টিতে পণ্ড হবে খেলা?