IPL 2024 Qualifier 2: স্পিনারদের ফাঁদেই রাজস্থানের স্বপ্নভঙ্গ, ৩৬ রানে ম্যাচ জিতে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ
SRH vs RR: আইপিএলে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১০টি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ ও নয়টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস।
নটরাজনের শেষ ওভারে মাত্র পাঁচ রান উঠল। ১৩৯ রানেই থামল রাজস্থানের লড়াই। ৩৬ রানের বড় ব্যবধানে ম্য়াচ জিতে ফাইনালে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ধ্রুব জুরেল ৫৬ রানে অপরাজিত রইলেন।
দলের হয়ে একাই লড়ছেন ধ্রুব জুরেল। মাত্র ২৬ বলে হাঁকালেন হাফসেঞ্চুরি। খুব হেরফের না হলে তা সত্ত্বেও পরাজিতই হবে রাজস্থান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৪২ রান।
রোভম্যান পাওয়েলের ব্যাটও চলল না। ১২ বলে ছয় রানে তাঁর ইনিংস শেষ হল। উইকেট পেলেন টি নটরাজন। ১৮ ওভার শেষে স্কোর ১২৪/৮। শেষ দুই ওভারে জয়ের জন্য রাজস্থানের আরও ৫২ রানের প্রয়োজন।
সেই বাঁ-হাতি স্পিনার। আরও এক উইকেট। এবার অভিষেক শর্মার বলে চার রানে ফিরলেন শিমরন হেটমায়ার। ১৫ ওভারে শতরানের গণ্ডি পার করল রাজস্থান। বর্তমানে স্কোর ছয় উইকেটের বিনিময়ে ১০২ রান।
এক ওভারে জোড়া সাফল্য শাহবাজের। যশস্বীর পর অশ্বিন ও রিয়ান পরাগকে ফেরালেন তিনি। ৭৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলল রাজস্থান। এর আগে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১০ রানে ফিরিয়েছিলেন অভিষেক শর্মা। বাঁ-হাতি স্পিন বোলিং যে রাজস্থানকে চাপে ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য। ১২ ওভার শেষে রাজস্থানের স্কোর ৮০/৫। শেষ আট ওভারে রাজস্থানকে ম্যাচ জিততে আরও ৯৬ রান করতে হবে।
চেন্নাইয়ের এই পিচে সানরাইজার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজস্থান ব্যাটারদের বড় শট হাঁকাতে বেশ বেগ পেতে হচ্ছিল। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল। ভুবনেশ্বর কুমারকে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। কিন্তু নিজের প্রথম ওভারেই বল হাতে যশস্বীকে ফেরালেন শাহবাজ। ২১ বলে ৪২ রানে শেষ হল তাঁর ইনিংস। ৬৫ রানে দ্বিতীয় উইকেট হারাল রাজস্থান। ৮ ওভার শেষে স্কোর ৬৬/২।
প্যাট কামিন্সের বলে ১৬ বলে ১০ করে ফিরলেন টম কোহলার ক্যাডমোর। ৪ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ২৪/১।
ভাল শুরু ভুবনেশ্বরের। প্রথম ওভারে আট রান দিলেন তিনি। ওভারের শেষ বলেই দুর্ভাগ্যবশত ছক্কা খেলেন ভুবি।
শেষ দুই ওভারে উঠল মাত্র ১২ রান। ১৭৫ রানেই থমকে গেল সানরাইজার্সের ইনিংস।
নিখুঁত ইয়র্কারে সদ্য হাফসেঞ্চুরি পূর্ণ করা ক্লাসেনের উইকেট ছিটকে দিলেন সন্দীপ শর্মা। রাজস্থান তারকার বোলিংয়ে মুগ্ধ ধারাভাষ্যকাররাও।
৩৩ বলে চাপের মুখে অনবদ্য হাফসেঞ্চুরি হাঁকালেন হেনরিখ ক্লাসেন। তাঁর ব্যাটে ভর করেই পাল্টা লড়াই চালাচ্ছে সানরাইজার্স। ১৮ ওভার শেষে স্কোর ১৬৩/৭।
দীর্ঘক্ষণ ধরেই চেষ্টা করেও কিছুতেই বড় রানের ওভার পাচ্ছিল না সানরাইজার্সের। অবশেষে ১৭তম ওভারে আর অশ্বিনের বিরুদ্ধে ১৪ রান উঠল। ১৫০ রানের গণ্ডিও পার করল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। ১৭ ওভার শেষে স্কোর ১৫০/৬।
কোনওভাবেই রানের গতি বাড়ানো যাচ্ছিল না। শেষ ২২ বলে উঠেছিল মাত্র ২১ রান। গতি বাড়ানোর চেষ্টাতেই সাজঘরে ফিরলেন নীতীশ রেড্ডি। তাঁর সংগ্রহ ১০ বলে পাঁচ রান। সাফল্য পেলেন আবেশ খান। ১২০ রানে পড়ে পঞ্চম উইকেট। ঠিক তার পরের বলেই আব্দুল সামাজের উইকেট ছিটকে দেন আবেশ। ১৪ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১২০/৬।
পরপর তিন উইকেট হারানোর পর ট্র্যাভিস হেড এবং হেনরিখ ক্লাসেন সানরাইজার্সের হাল ধরেছিলেন। চতুর্থ উইকেটে ৪২ রানও যোগ করে ফেলেছিলেন তাঁরা। তবে দলগত শতরানের দোরগোড়ায় হেডকে ফেরালেন সন্দীপ শর্মা। ৩৪ রানে আউট হলেন অজ়ি তারকা। ইনিংসের মাঝপথে ১০ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৯৯/৪।
বোল্ট ম্যাজিক অব্যাহত। তৃতীয় সাফল্য পেলেন তিনি। এবার তাঁর শিকার এইডেন মারক্রাম। পাঁচ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৫৭/৩।
দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন রাহুল ত্রিপাঠি। নিজের ১৫ বলের ইনিংসে পাঁচটা চার এবং দুইটি ছক্কা হাঁকিয়ে ফেলেছিলেন তিনি। তবে তাঁকেও সাজঘরে ফেরালেন সেই ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় সাফল্য পেলেন তিনি। ৫৫ রানে দ্বিতীয় উইকেট হারাল সানরাইজার্স।
ট্রেন্ট বোল্টের নতুন বল হাতে ম্যাচের প্রথম ওভারে উইকেট নেওয়ার দক্ষতা নিয়ে নতুন করে কিছুর বলার নেই। ফের একবার প্রথম ওভারেই সাফল্য পেলেন তিনি। অভিষেক শর্মা তাঁর বিরুদ্ধে চার, ছক্কা হাঁকালেও, শেষ হাসি হাসলেন কিউয়ি তারকাই। ১২ রানেই ফেরালেন অভিষেককে। দুই ওভার শেষে সানরাইজার্সের স্কোর ২২/১।
চিপকে সাধারণত টস জিতলে অধিনায়করা বোলিংই করেন। সেইমতো রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনও টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন।
সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের মুখোমুখি লড়াইয়ে খানিক এগিয়ে সানরাইজার্সই। ১৯টি সাক্ষাতে সানরাইজার্স ১০ বার ও রাজস্থান নয়বার জিতেছে।
প্রেক্ষাপট
চেন্নাই: আর একটা ম্যাচ। তাহলেই পাকা হয়ে যাবে চলতি আইপিএল মরশুমে দ্বিতীয় দল হিসাবে কোন দল খেলবে ফাইনাল। দ্বিতীয় কোয়ালিফায়ার (IPL 2024 Qualifier 2) ম্যাচে আজ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (SRH vs RR)। এই দুই দলের মধ্যে যারা জিতবে ফাইনালে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের।
আইপিএল ২০২৪-এ দুই দলের জার্নি-
আইপিএলের প্রথম অর্ধে অসাধারণ কিছু পারফরম্যান্স দিয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু, টুর্নামেন্টের পরবর্তী ধাপে এসে সেই ধারা বজায় রাখতে পারেনি তারা। শেষ ৫ ম্যাচের মধ্যে ৪টিতে হেরে বসে। শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। যদিও এলিমিনেটর রাউন্ডে রাজস্থানকে ফের মেজাজে ফিরতে দেখা গেছে। বুধবার কার্যত দাপট দেখিয়ে RCB-কে পরাস্ত করে তারা। ফাফ ডু প্লেসিস নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিকে হেলায় হারায়।
অন্যদিকে, চলতি মরসুমের শুরুটা সেরকম ছিল না সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু, প্যাট কামিন্স নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে সাফল্যের মুখে দেখে দক্ষিণের এই দল। শেষ ৭টি ম্যাচের মধ্যে ৬টিতেই জয়ী হয় তারা। মরসুম শেষ করে ১৭ পয়েন্ট নিয়ে। রান রেট- +0.414। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে ৮ উইকেটে হারে হায়দরাবাদ। এই পরিস্থিতিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিততে মরিয়া SRH।
SRH vs RR পিচ রিপোর্ট-
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের মাঠ মূলত স্পিনার সহায়ক থাকে। যা ব্যাটারদের ক্ষেত্রে পরিস্থিতি সমস্যাবহুল করে দেয়। চলতি মরসুমে যদিও চেন্নাইয়ের পিচে বৈচিত্র্য দেখা গেছে। কয়েকটি ম্যাচে ২০০-র বেশি রান উঠেছে। যদিও কয়েকটিতে কম রান উঠেছে।
চেন্নাইয়ের আবহাওয়ার পূর্বাভাস-
শুক্রবার চেন্নাইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। তবে, তাপমাত্রা থাকতে পারে ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কাজেই, চূড়ান্ত গরমের পূর্বাভাস রয়েছে এদিন।
যদি কোয়ালিফায়ার ২ ম্যাচ শেষমেশ রিজার্ভ ডে-তেও বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে চলতি মরসুমের লিগ টেবিলের অবস্থানের ভিত্তিতে জয়ী দল নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে ভাল জায়গায় রয়েছে SRH। কারণ, তারা দ্বিতীয় স্থানে শেষ করে। তৃতীয় স্থানে ছিল রাজস্থান রয়্যালস। দুই দলেরই ১৭ করে পয়েন্ট রয়েছে। কিন্তু, SRH-এর রান রেট যেখানে +0.414, রাজস্থান রয়্যালসের সেখানে +0.273।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -