IPL 2024 Qualifier 2: স্পিনারদের ফাঁদেই রাজস্থানের স্বপ্নভঙ্গ, ৩৬ রানে ম্যাচ জিতে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ

SRH vs RR: আইপিএলে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১০টি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ ও নয়টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস।

ABP Ananda Last Updated: 25 May 2024 12:35 PM

প্রেক্ষাপট

চেন্নাই: আর একটা ম্যাচ। তাহলেই পাকা হয়ে যাবে চলতি আইপিএল মরশুমে দ্বিতীয় দল হিসাবে কোন দল খেলবে ফাইনাল। দ্বিতীয় কোয়ালিফায়ার (IPL 2024 Qualifier 2) ম্যাচে আজ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে...More

IPL Live Score: ফাইনালে সানরাইজার্স

নটরাজনের শেষ ওভারে মাত্র পাঁচ রান উঠল। ১৩৯ রানেই থামল রাজস্থানের লড়াই। ৩৬ রানের বড় ব্যবধানে ম্য়াচ জিতে ফাইনালে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ধ্রুব জুরেল ৫৬ রানে অপরাজিত রইলেন।