মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সাফল্যের অন্যতম বড় কারণ হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার নিজের বিধ্বংসী ব্যাটিংয়ে মরশুমের পর মরশুম দলকে ম্যাচ জিতিয়েছেন। তবে এ বার আইপিএলের (IPL 2024) মেগা টুর্নামেন্ট শুরুর আগে তাঁর ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। রিপোর্ট অনুযায়ী তিনি এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি।
রিপোর্ট অনুযায়ী, গোড়ালির চোটে ভোগা সূর্যকুমার যাদব আজ, ১৯ মার্চ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেন। তবে তাঁকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি এখনও। একই রিপোর্টে দাবি করা হয় সূর্যের আবারও একবার ফিটনেস পরীক্ষা হবে। ২১ তারিখ সেই পরীক্ষা হওয়ার কথা। তিনি টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সেই নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে ২৪ মার্চ মুম্বইয়ের প্রথম ম্যাচে যে সূর্য খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। তারকা ব্যাটার নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরিতে হৃদয়ভাঙা এক ইমোজি পোস্ট করেন। এই ইমোজি ফিটনেস সার্টিফিকেট না পাওয়ায় তাঁর হতাশার পরিচয়বাহক বলেই মনে করছেন সকলে।
সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের সাংবাদিক বৈঠকে কোচ মার্ক বাউচারকেও (Mark Boucher) সূর্যকুমারের ফিটনেস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনিও স্পষ্টভাবে কিছু বলেননি। বাউচার জানান, 'আমরা বিসিসিআইয়ের তরফে সূর্যকুমারের আপডেটের জন্য অপেক্ষা করে রয়েছি। আমাদের সবসময়ই ফিটনেস সংক্রান্ত সমস্যা থাকেই, তবে আমাদের মেডিক্যাল দলও দুর্দান্ত। হতেই পারে এক, দুইজনকে চোট সমস্যায় খেলতে পারল না। তবে সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েই তো আমাদের এগিয়ে চলতে হবে।'
তিনি আরও যোগ করেন, 'কোচ হিসাবে আমি একটু পক্ষপাত করব। আমি নিজের দলের সেরা খেলোয়াড়দের প্রতিটি ম্যাচে খেলাতে চাইব। আমার খেলোয়াড়দের প্রতি আমি সবসময়ই নরম। ওরা যে অনেক সময় আহত হতে পারে, সেই বিষয়টা সম্পর্কে অবশ্য আমি অবগত। এক্ষেত্রে তখন আমায় মেডিক্যাল দলের ওপর নির্ভর করতে হয়। ওদের নির্দেশমতোই কাজ করতে হয়।' অর্থাৎ কোচের কথাতেও সূর্যকুমারের ফিটনেস নিয়ে সন্দেহ। তিনি কবে ফিরবেন এবার সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অলরাউন্ডারদের ছড়াছড়ি, ফিটনেস উদ্বেগ সত্ত্বেও রাহুল, ডি ককই লখনউয়ের সাফল্যের চাবিকাঠি