মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কার্যত উড়িয়ে দিয়ে চলতি আইপিএল (IPL 2024) মরশুমের দ্বিতীয় জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ২৭ বল বাকি থাকতেই সাত উইকেট ম্যাচ জিতে নিল মুম্বই। সৌজন্যে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ঈশান কিষাণ (Ishan Kishan) ও রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং। সূর্যকুমার ১৯ বলে ৫২ ও ঈশান কিষাণ ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেললেন। ক্রিজে শেষ পর্যন্ত টিকে থেকে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
মুম্বই ইন্ডিয়ান্স মরশুমের প্রথম তিন ম্যাচে পরাজিত হওয়ার পর অনেক প্রশ্ন উঠেছিল, সমালোচনা হয়েছিল। তবে অধিনায়ক হার্দিক নির্লিপ্তই ছিলেন। আজকের জয়ের মাধ্যমে যেন সমালোচকদের জবাবই দিল পল্টনরা। ১৯৭ রানের বড় টার্গেট হেলায় তুলে নিল আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়নরা। সৌজন্যে ঈশান কিষাণ, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব।
ইনিংসের শুরুটা মুম্বইয়ের দুই ওপেনার বিধ্বংসী মেজাজেই করেন। পাওয়ার প্লের ছয় ওভারেই বিনা উইকেটে ৭২ রান তুলে ফেলেন ঈশান ও রোহিত। মাত্র ২৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ঈশান। রোহিত অপরদিকে খানিকটা শান্তই ছিলেন। নয় ওভারেই শতরানের গণ্ডিও পার করে ফেলে মুম্বই। তবে বল হাতে নিয়ে অবশেষে মুম্বইকে সাফল্য এনে দেন আকাশ দীপ। ৬৪ রানে ঈশানকে ফেরান তিনি। উইল জ্যাকসের বলে স্যুইপ মারতে গিয়ে ফাইন লেগে ধরা দেন রোহিত। বাজপাখির মতো ঝাঁপিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ ধরেন রিস টপলি। রোহিতের সংগ্রহ ৩৮ রান।
তবে রোহিত আউট হলেও, রানের গতি কমেননি। নিজের প্রত্যাবর্তন ম্যাচে রান পাননি সূর্য। কিন্তু দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন তিনি। মাত্র ১৭ বলে আইপিএল কেরিয়ারের দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকান তিনি। ১৯ বলে ৫২ রানে সূর্য যখন আউট হলেন, ততক্ষণে মুম্বইয়ের জয় কার্যত নিশ্চিত। শেষমেশ হার্দিক ও তিলক অপরাজিত থেকে দলের জয় সুনিশ্চিত করেন। তিলকের সংগ্রহ ১৬ রান। বোর্ডে রান তুলেও ফের একবার বোলিং ব্যর্থতাতেই ডুবতে হল আরসিবিকে। তারা নয় নম্বরে রয়েছে। নাগাড়ে দুই ম্যাচ জিতে লিগ তালিকায় সাতে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: একবেলা খাবার জোটাতে আম্পায়ারিং করতেন, সকালে রান করে বিকেলে বাদ! আইপিএল তারকার অজানা গল্প