কলকাতা: একটা প্লেয়ার কতটা ছাপ রেখেছিলেন গত এক বছরের দেশের জার্সিতে, তা বোধহয় গোটা দেশের সমর্থকরাই বুঝিয়ে দিচ্ছেন। রিঙ্কু সিংহকে (Rinku Singh) টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ভারতীয় দলে (Indian Cricket Team) নেওয়া হয়নি। ১৫ সদস্যের স্কোয়াডে তিনি নেই। আর তা দেখেই সমালোচনার ঝড় তুলেছেন সমর্থকরা। কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ইরফান পাঠানের মত ক্রীড়াব্যক্তিত্বরা পর্যন্ত রিঙ্কুর হয়ে সওয়াল করেছেন। দেশের জার্সিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (T20 International Cricket) গত এক বছরে ১৫ ম্য়াচে ৩৫৬ রান। ১৭৬ এর ওপর স্ট্রাইক রেট ও গড় ৮৯। সাতবার নট আউট থেকেছেন ব্যাট করতে নেমে। এরপরও কেন তাঁকে বাদ দেওয়া হল?
সূত্রের খবর, নির্বাচকরা সাম্প্রতিক ফর্মকে মাথায় রেখেই দল বেছেছেন। সেক্ষেত্রে শিবম দুবে ও হার্দিক পাণ্ড্যর সঙ্গে লড়াই ছিল মূলত রিঙ্কুর। দলে জায়গা পাওয়ার ব্যাপারে দুবেকে নিয়ে কারও কোনও সমস্যা নেই। কারণ সিএসকের জার্সিতে প্রতি ম্য়াচেই রান পেয়েছেন দীর্ঘকায় অলরাউন্ডার। কিন্তু হার্দিক পাণ্ড্য কীভাবে দলে ঢুকে পড়েন আহামরি পারফরম্য়ান্স না থাকা সত্ত্বেও, তা নিয়েই মূলত সবাই অসন্তুষ্ট। চলতি আইপিএলে কেকেআর এখনও পর্যন্ত ৯টি ম্য়াচ খেলেছে। তার মধ্যে আট ইনিংস খেলেছেন রিঙ্কু। ৮২ বল খেলেছেন মোট। অর্থাৎ গড়ে ১০ বল প্রতি ম্য়াচ। দুবে ২০৩ বল খেলেছেন ৯ ম্য়াচে। কেকেআর ম্য়ানেজমেন্ট ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রিঙ্কুকে খেলিয়েছেন কয়েকটি ম্য়াচে। এখানেই হয়ত আসল ভুলটি করে ফেলেছে তারা।
কেকেআরে এবার নারাইন ও সল্টকে দিয়ে ওপেন করাচ্ছেন। এরপর তিনে শ্রেয়স, চারে ভেঙ্কটেশ বা অঙ্গকৃশ, পাঁচে রাসেল ও ছয়ে রিঙ্কুকে নামানো হচ্ছে। গত ম্য়াচে একমাত্র দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একটু ওপরের দিকে নেমেছিলেন রিঙ্কু। কিন্তু বেশিরভাগ তিনি যেই পর্যায়ে নামছেন ব্যাট করতে সেখানে নেমে ক্রিজে সেট হওয়ার সময়টুকুও পাচ্ছেন না। ফলে দ্রুততার সঙ্গে খেলতে গিয়ে উইকেট খোয়াতে হয়েছে তাঁকে। তবে এবারের আইপিএলেও ১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটাও কোথাও রিঙ্কুর বিপক্ষে গিয়েছে। কারণ বেশিরভাগ ম্য়াচে নারাইন, সল্ট, অঙ্গকৃশ ও ভেঙ্কটেশরা দ্রুততার সঙ্গে ব্যাটিং করে রান তুলে দিয়েছেন। এবারের আইপিএলে ৮ ইনিংসে ১২৩ রান করেছেন এখনও পর্যন্ত। ৯টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন এখনও পর্যন্ত রিঙ্কু। টি-টােয়েন্টি বিশ্বকাপের মূল দলে না থাকলেও রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে যাবেন এই বাঁহাতি। যদিও কোনও প্লেয়ার চােট পান, তবে হয়ত সুযোগ পেয়ে যেতে পারেন রিঙ্কু।