LSG vs GT Live: গুজরাতকে প্রথমবার আইপিএলে হারিয়ে ৩৩ রানে জয় ছিনিয়ে নিল লখনউ সুপারজায়ান্টস

Tata IPL 2024: চার বার আইপিএলের দুই নবতম দল গুজরাত টাইটান্স (Gujarat Titans) এবং লখনউ একে অপরের মুখোমুখি হয়েছে। চারবারই গুজরাত জয় পেয়েছে।

ABP Ananda Last Updated: 07 Apr 2024 11:12 PM

প্রেক্ষাপট

লখনউ: চলতি আইপিএলে (IPL 2024) ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। প্রথম ক্রিকেটার হিসাবে তিনি আইপিএলে নিজের প্রথম দুই ম্যাচেই সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন। তাঁর হাত থেকেই বেরিয়ে...More

LSG vs GT LIVE: ৫ উইকেট নিয়ে লখনউকে জেতালেন যশ ঠাকুর

৩৩ রানে জয় ছিনিয়ে নিল লখনউ সুপারজায়ান্টস। পাঁচ উইকেট নিলেন যশ ঠাকুর।