LSG vs GT Live: গুজরাতকে প্রথমবার আইপিএলে হারিয়ে ৩৩ রানে জয় ছিনিয়ে নিল লখনউ সুপারজায়ান্টস
Tata IPL 2024: চার বার আইপিএলের দুই নবতম দল গুজরাত টাইটান্স (Gujarat Titans) এবং লখনউ একে অপরের মুখোমুখি হয়েছে। চারবারই গুজরাত জয় পেয়েছে।
৩৩ রানে জয় ছিনিয়ে নিল লখনউ সুপারজায়ান্টস। পাঁচ উইকেট নিলেন যশ ঠাকুর।
উমেশ যাদবকে ফেরালেন নবীন উল হক। ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। গুজরাতের অষ্টম উইকেটের পতন।
দুরন্ত বোলিং করলেন যশ ঠাকুর। ২ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন তরুণ পেসার।
এক ওভারে দুটো উইকেট নিলেন ক্রুণাল পাণ্ড্য। প্রথমে ফেরালেন সাই সদুর্শনকে। তাঁর ক্যাচও ধরলেন রবি বিষ্ণোই। এরপর ফেরালেন শরথকে।
দুরন্ত ক্যাচ রবি বিষ্ণোইয়ের। নিজের বলেই ক্যাচ নিয়ে ফেরালেন কেন উইলিয়ামসনকে। ১ রান করেই ফিরলেন কিউয়ি তারকা।
যশ ঠাকুরের বলে বোল্ড হয়ে ১৯ রান করে ফিরলেন শুভমন গিল। ৬ ওভার শেষে গুজরাত টাইটান্সের স্কোর ৫৪/১।
রান তাড়া করতে নেমে ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান বোর্ডে তুলল লখনউ।
২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রানই বাের্ডে তুলতে পারল লখনউ সুপারজায়ান্টস।
৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলে আউট হলেন মার্কাস স্টোইনিস। ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি।
৩৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন কে এল রাহুল।
পাওয়ার প্লে-তে ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৭ রান বোর্ডে তুলে নিল লখনউ সুপারজায়ান্টস।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল।
এখনও পর্যন্ত আইপিএলে ইতিহাসে চারবার মুখোমুখি হয়েও কোনওবার গুজরাত টাইটান্সকে হারাতে পারেনি লখনউ সুপারজায়ান্টস।
প্রেক্ষাপট
লখনউ: চলতি আইপিএলে (IPL 2024) ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। প্রথম ক্রিকেটার হিসাবে তিনি আইপিএলে নিজের প্রথম দুই ম্যাচেই সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন। তাঁর হাত থেকেই বেরিয়ে এসেছে এবারের আইপিএলের দ্রুততম বলটি। তিনিই কিন্তু জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন দেখা লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) প্রধান হাতিয়ার। তবে রবিবাসরীয় সন্ধেতে কেএল রাহুলরা এমন এক দলের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে যাদেরকে কোনওদিনও হারায়নি লখনউ।
চার বার আইপিএলের দুই নবতম দল গুজরাত টাইটান্স (Gujarat Titans) এবং লখনউ একে অপরের মুখোমুখি হয়েছে। চারবারই গুজরাত জয় পেয়েছে। কিন্তু ময়ঙ্ক যাদব ইতিমধ্যেই পাঞ্জাব কিংসকে নিজের গতির আগুনে ছারখার করেছেন। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির মতো বিশ্ববন্দিত তারকারাও কিন্তু গত ম্যাচে ময়ঙ্কের গতি সামলাতে হিমশিম খেয়েছেন। গুজরাতের বিরুদ্ধে দুই তরুণ তুর্কি ময়ঙ্ক বনাম শুভমনের লড়াইটা কিন্তু দেখার মতো হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
ময়ঙ্ক অবশ্য এখনও পর্যন্ত কিন্তু নতুন বলে বল করেননি। তাই শুভমন গিলের সঙ্গে শুরুতেই ময়ঙ্কের লড়াই দেখার সম্ভাবনা কম। কিন্তু শুভমন ভাল ফর্মে রয়েছেন। গত ম্যাচে শুভমন ৮৯ রানের ইনিংস খেলেছেন। তাই গুজরাত অধিনায়কের উইকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচেও ময়ঙ্ক ভাল পারফর্ম করলে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর জায়গা পাওয়ার দাবি জোরাল হবে। বিশেষত যেহেতু আইপিএলের মাঝপথেই বিশ্বকাপের দল বাছাই হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -