নয়াদিল্লি:  আইপিএলের অভিষেকেই নজর কেড়েছেন সুয়াশ শর্মা (Suyash Sharma)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জার্সিতে টুর্নামেন্টে গতকাল প্রথমবার মাঠে নেমেছিলেন। আরসিবির বিরুদ্ধে সেই ম্যাচে ৩ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন সুয়াশ। দিল্লির ১৯ বছরের এই তরুণ বোলারের প্রশংসায় পঞ্চমুখ বীরেন্দ্র সহবাগ। মাত্র ২০ লক্ষ টাকা খরচ করে কেকেআর দলে নিয়েছিল সুয়াশকে। সেই প্রসঙ্গে তুলেই বীরু বলেন, '' অনেক সময় ৮-১০ কোটি টাকার প্লেয়াররাও অনেকেই কােনও কাজের না'। কেমন এমন কথা বললেন সহবাগ?


কী বলছেন বীরু?


সুয়াশের পারফরম্যান্স দেখার পর সুয়াশ বলেন, ''সুয়াশ এখনও পর্যন্ত কোনও ঘরোয়া ক্রিকেট খেলেনি। মাত্র ২০ লক্ষ টাকা খরচ করে সুয়াশকে দলে নিয়েছিল কেকেআর। আর এই বোলারটাই আরসিবির ৩টি উইকেট তুলে নিল। যদি আগামী ১২টি ম্যাচে সেভাবে কিছু নাও করতে পারে, তাহলেও বেশি ভাবা উচিত নয়। কারণ, এমন অনেক প্লেয়ার আছে, যাঁদের ৮-১০ কোটি টাকা খরচ করে দলে নেওয়া হলেও তাঁরা কিছুই করতে পারে না।''


 সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী আর এবার সুয়াশ শর্মা। কেকেআর শিবিরে আরও এক রহস্যময় স্পিনার। যাঁর বলের গতি, লাইন, লেংথ কিছুই বুঝে ওঠা দায়। অনুশীলনেই নজর কেড়েছিলেন সবার। এবার প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেই  তুলে নিলেন তিন তিনটি উইকেট। আরসিবির বিরুদ্ধে ইডেনে নিজেদের প্রথম হােম ম্যাচ খেলতে নেমেছিল কেকেআর। বিরাট কোহলির দলের বিরুদ্ধে ৮১ রানে জয় ছিনিয়ে নেয় কেকেআর। আর সেই ম্যাচেই দুরন্ত পারফর্ম করে তিন তিনটি উইকেট তুলে নিলেন।


বয়স সদ্য উনিশ পেরিয়েছে। ২০০৩ সালের ১৫ মে দিল্লিতে জন্ম সুয়াশের। ছোটে থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেটে একটিও ম্যাচ খেলেননি। অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৫ দলে খেললেও এখনও কোনও রাজ্য দলে খেলার সুযোগ পাননি সুয়াশ। কেকেআরের ক্যাম্পে প্রথমবার নীতিশ রানার সঙ্গে পরিচয় হয় সুয়াশের। কেকেআর অধিনায়ক নিজেও জানিয়েছেন যে সেই ক্যাম্পে সুয়াশের বোলিং দেখেই তাঁকে খেলানোর বিষয় ভাবনা চিন্তা করেছিলেন। এদিন নিজের ৪ ওভারের স্পেলে সুয়াশ ৩০ রান খরচ করলেও ৩ উইকেট তুলে নেন। শিকারের তালিকায় অভিজ্ঞ দীনেশ কার্তিক রয়েছেন। বাকি ২ জন অনুজ রাওয়াত ও করণ শর্মা।