হায়দরাবাদ: নিজের ঘরের মাঠে প্রথমবার খেলতে নামবেন। তবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সিতে। আজ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ মহারণ। রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে। তিলক ভার্মা এই হায়দরাবাদেরই ছেলে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বিগত কয়েক বছরে নিজের পরিচিত তৈরি করেছেন ইতিমধ্যেই। জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন তিনি। এবার নিজের শহরে খেলতে এসে দলের সতীর্থদের বিখ্যাত হায়দরাবাদি বিরিয়ানি খাওয়ালেন তিলক।  


 






নিজের সোশ্যাল মিডিয়ায় তিলক ভিডিও বার্তায় এই বিষয়ে জানিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্য়াচে হেরে গিয়েছিল গুজরাত টাইান্সের বিরুদ্ধে। অন্য়দিকে সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রথম ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে হেরে গিয়েছিল। তিলক ভার্মা হায়দরাবাদে পৌঁছানোর পর তাঁর সতীর্থ টিম ডেভিড, নেহাল ওয়াধেরাদের টিম হোটেল থেকে বিরিয়ানি খাইয়েছিলেন তিলক। 


গত মরশুমে সচিন, রোহিত, সূর্যকুমার সহ মুম্বই ইন্ডিয়ান্সের অনেক সতীর্থদেরই নিজের বাড়িতে বিরিয়ানির আমন্ত্রণে ডেকেছিলেন তিলক। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন তিনি।


নিজেদের প্রথম ম্য়াচে সানরাইজার্স কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্য়াচে হেরে গিয়েছিল। কিন্তু সেই ম্য়াচে দুশোর ওপর রান তাড়া করে একটা সময় জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল তাঁরা। যার একমাত্র কারণ ছিল হেনরিক ক্লাসেনের ব্যাটিং। টি-টোয়েন্টি ক্রিকেট এই মুহূর্তে বিশ্বের অন্য়তম সেরা ব্যাটার ক্লাসেন। গত মরশুমে কমলা জার্সিধারীদের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার। ১৭৭ স্ট্রাইক রেটে ৪৪৮ রান করেছিলেন তিনি। ইডেনে এই মরশুমে নিজের প্রথম ম্য়াচেও ২৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। আজকের ম্য়াচে বুমরার সঙ্গে লড়াই হতে পারে ক্লাসেনের। 


আইপিএলে মোট ২১ বার মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তার মধ্যে মোট ১২ বার জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির। ৯ বার জয় পেয়েছে হায়দরাবাদ শিবির। দু দলের সাক্ষাতে মুম্বই বোর্ডে সর্বোচ্চ ২৩৫ রান তুলেছিল এক ইনিংসে। অন্য়দিকে সানরাইজার্স তুলেছিল ২০০ রান। অন্য়দিকে সর্বনিম্ন স্কোর ছিল মুম্বই ইন্ডিয়ান্সের ৮৭। সানরাইজার্স সর্বনিম্ন করেছিল ৯৬ রান। 


আরও পড়ুন: সিএসকেতে এসেই কীভাবে বদলে গিয়েছেন দুবে? কী বললেন রুতুরাজ?