চেন্নাই: প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে ও দ্বিতীয় ম্য়াচে গতকাল গুজরাত টাইটান্সের(Gujrat Titans) বিরুদ্ধে। দুটো ম্য়াচেই চেন্নাই সুপার কিংস জয় ছিনিয়ে নিয়েছে। চলতি আইপিএলে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) নেতৃত্বে টানা দুটো জয় ছিনিয়ে নিয়েছে সিএসকে শিবির। আর দুটো ম্য়াচেই ব্যাট হাতে নজর কেড়েছেন শিবম দুবে। রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই শিবিরে যোগ দেওয়ার পর থেকেই কেমন যেন বদলে গিয়েছেন এই দীর্ঘকায় অলরাউন্ডার। এবারের আইপিএলে দুটো ম্য়াচেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন। গুজরাতের বিরুদ্ধে গতকালের ম্য়াচে ২৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬৩ রানে জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ম্য়াচ শেষে রুতুরাজ গায়কোয়াডের মুখে শোনা গেল দুবের প্রশংসা। তিনি বলেন, ''ওর আত্মবিশ্বাসটাই বেড়ে গিয়েছে। দুবে যখন আমাদের ম্য়ানেজমেন্টে যোগ দিল, তখন ধোনি ভাই ওর সঙ্গে ব্য়ক্তিগত স্তরে কথা বলেছিলেন। এছাড়া টিম ম্য়ানেজমেন্টও কথা বলেছিল ওর সঙ্গে আলাদাভাবে। ও জানে ওর দায়িত্ব কী। আর কোন বোলারকে আক্রমণ করতে হবে। আমাদের দলের জন্য বিশাল প্লাস পয়েন্ট দুবের ব্যাট হাতে এই ফর্ম।''
নিজের পারফরম্য়ান্স নিয়ে মুখ খুলতে গিয়ে শিবম বলেন, ''ফ্র্যাঞ্চাইজি আমার থেকে কী চায়, তা আমি জানি। আমার থেকে বড় স্ট্রাইক রেটে রান তোলা দেখতে চায়। বড় রান করতে চেয়েছিলাম। ওটাই দল আমার থেকে চায়।''
গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে ২০৬ রান বোর্ডে তুলেছিল চেন্নাই সুপার কিংস। ২০৭ রানের লক্ষ্য একেবারেই সহজ ছিল না। বড় রান তাড়া করতে গিয়ে প্রয়োজন ছিল ভাল শুরুর। তবে না গুজরাত টাইটান্সের ওপেনাররা, না মিডল অর্ডার ব্যাটাররা, কেউই বড় রান করতে পারলেন না। ধারাবাহিক উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ হল গুজরাতের লড়াই। ঘরের মাঠে ৬৩ রানে দ্বিতীয় ম্যাচ জিতল সিএসকে। বল হাতে সিএসকে ফাস্ট বোলাররাই আটটি উইকেট নেন। সিএসকে জেতায় চলতি আইপিএল মরশুমে হোম টিমের জয়ের ধারা অব্যাহত রইল।
আরও পড়ুন: বুড়ো হাড়ে ভেল্কি! বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরলেন ধোনি, হতবাক নেটপাড়া