চেন্নাই: বল হাতে অনবদ্য তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। চার উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংয়ে ধস নামালেন চেন্নাই সুপার কিংস বোলার। ১৩৪ রানেই শেষ হয়ে গেল সানরাইজার্সের ইনিংস। ৭৮ রানের বিরাট ব্যবধানে জয় পেল হলুদ ব্রিগেড। এই আইপিএল (IPL 2024) মরশুমে প্রথমবার সানরাইজার্সকে কোনও দল অল আউট করল।


এর আগে চিপকে কোনদিনও সিএসকেকে হারায়নি সানরাইজার্স। উপরন্তু সামনে জয়ের জন্য রেকর্ড ২১৩ রানের টার্গেট। চ্যালেঞ্জটা একেবারেই সহজ ছিল না। সেই লক্ষ্য পৌঁছতে ভাল শুরুর প্রয়োজন ছিল। গোটা মরশুম জুড়েই সানরাইজার্সের ওপেনাররা দলের হয়ে শুরুটা দারুণভাবে করে এসেছেন। আশা ছিল আজও তেমনটাই হবে। কিন্তু সে গুড়ে বালি। শুরুতেই ট্র্যাভিস হেডকে ১৩ রান ফিরিয়ে সানরাইজার্সকে বিরাট ধাক্কা দেন তুষার। ঠিক পরের বলেই ইমপ্যাক্ট সাব আনমোলপ্রীতকেও ফেরান তুষারই।


নিজের পরের ওভারে ১৫ রানে অভিষেক শর্মাকেও আউট করেন তুষারই। ৪০ রানে তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় সানরাইজার্স। এডেন মারক্রাম লড়াই করছিলেন বটে। তবে অনবদ্য ইনসুইংয়ে তাঁর মিডল স্টাম্প ছিটকে দেন মাথিশা পাথিরানা। নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেনদের নিয়ে তৈরি সানরাইজার্স রানের গতিই বাড়াতে পারেননি। শেষমেশ ১৩৪৫ রানেই শেষ হয়ে যায় সানরাইজার্সদের লড়াই। হায়দরাবাদকে হারিয়ে তাদের পিছনে ফেলে লিগ তালিকায় তিনে উঠে এল সিএসকে।


 






গত ম্যাচে ঘরের মাঠে পরাজয়ের পর জয়ের সরণিতে ফিরতে মরিয়া চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) ব্যাট থেকে এল অধিনায়কোচিত ইনিংস। ৯৮ রান করলেন তিনি। দুরন্ত অর্ধশতরান হাঁকালেন ড্যারেল মিচেলও (Daryl Mitchell)। এই দুইয়ের ব্যাটিং দৌরাত্ম্যেই নির্ধারিত ২০ ওভার শেষে ২১২ রান তুলল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টিআরপির জন্য গোটাটা মিডিয়ার তৈরি, কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন গম্ভীর