বেঙ্গালুরু: বাবা মতান্তরে বিশ্বের সেরা ক্রিকেটার। বিরাট কোহলির (Virat Kohli) সন্তান হয়ে কী আর ব্যাট, বল থেকে দূরে থাকা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি জানান তাঁর মেয়ে ভামিকা (Vamika Kohli) কিন্তু ইতিমধ্যেই হাতে ব্যাট তুলে নিয়েছেন।


বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার প্রথম সন্তান ভামিকা কোহলি। দেখতে দেখতে তাঁর বয়স তিন বছর পার করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দানিশ সাইতের পালন করা মিস্টার ন্যাগস চরিত্রের সঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে আরসিবি তারকা জানান ইতিমধ্যেই তাঁর কন্যা ভামিকা ব্যাট নিয়ে নাড়া চাড়া শুরু করে দিয়েছে। কোহলি বলেন, 'আমার মেয়ে ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়ে সেটা ঘোরানোও শুরু করে দিয়েছে। বেশ মজাই পাচ্ছে ও। তবে আমি এই বিষয় নিয়ে বাড়তি কিছু বলব না। দিনের শেষে সিদ্ধান্তটা ওর হবে।' 


এ বছরের ফেব্রুয়ারিতে তারকা দম্পতি নিজেদের দ্বিতীয় সন্তানকেও পৃথিবীতে স্বাগত জানান। কেমন আছেন বিরাট-অনুষ্কার পুত্র অকায় (Akaay Kohli)? সেই আপডেটও দেন কোহলি। 'বাচ্চা ভাল আছে, সুস্থ আছে। সব ঠিকঠাকই রয়েছে।' জানান কোহলি। বর্তমানে কোহলি আইপিএল খেলতে ব্যস্ত। তিনি মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক। ১৩ ইনিংসে ১৫৫.১৬-র স্ট্রাইক রেট এবং ৬৬.১০ গড়ে মোট ৬৬১ রান করে ফেলেছেন। পাঁচটি হাফসেঞ্চুরির পাশাপাশি একটি শতরানও করে ফেলেছেন তিনি। তাঁর দল আরসিবি কিন্তু এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে। 


 






টুর্নামেন্টের শুরুর দিকে পরপর ছয়টি ম্যাচ হেরে একসময় মরশুমের প্রথম দল হিসাবে কার্যত টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল আরসিবির। কিন্তু নাগাড়ে পাঁচ ম্যাচ জিতেছে বিরাটদের দল। শনিবার, সিএসকের বিরুদ্ধে প্লে-অফের আগে নকআউট খেলতে নামবেন কোহলিরা। দলের সমর্থকদের জন্য কোহলির বার্তা, 'শুরুতে মনে হচ্ছিল ওদের সময়টা খুব খারাপ যাবে, ক্রমশই অন্ধকারের দিকে যেতে হচ্ছিল। তবে ওদের জন্য আমরা আলোর সন্ধান করতে পারায় আমরা সকলেই খুশি এবং সন্তুষ্ট।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সারাজীবন তো আর চালিয়ে যেতে পারব না... নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন বিরাট কোহলি