মুম্বই: নিজেদের কাজ সম্পূর্ণ। লিগ পর্যায়ে শেষ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে রয়েছে দল। নিজে দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়ে গুজরাত টাইটান্সের(Gujrat Titans) বিরুদ্ধে দলকে জয় এনে দিয়েছেন। কিন্তু তবুও এখনও নিরাপদ নয় আরসিবির প্লে অফের সম্ভাবনা। তার অন্যতম কারণ রান রেট। পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকলেও রান রেটে এখনও নেগেটিভেই রয়েছে ফাফ ডু প্লেসির দল। তাদের ভাগ্য পুরোটাই নির্ভর করছে দিল্লি বনাম মুম্বই ম্যাচের ওপর। আগামীকাল সেই ম্যাচে মুম্বই যদি জিতে যায়, তবেই একমাত্র আরসিবি প্লে অফে উঠতে পারবে। আর তাই এবার রোহিত শর্মার দলের হয়ে গলা ফাটাতে মাঠে উপস্থিত থাকতে পারেন বিরাট কোহলি। আগামীকাল ওয়াংখেড়ের স্ট্যান্ডে দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ককে, সূত্র মারফৎ এমনই জানা যাচ্ছে।
মুম্বইয়ের সামনে কাল দিল্লি
মাত্র তিনটি ম্যাচে এবার জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। রান রেটও তাদের আরসিবির তুলনায় অনেকটাই এগিয়ে। এই পরিস্থিতিতে কালকের ম্যাচে যে কোনওভাবে একটি জয় ছিনিয়ে নিতে মরিয়া পন্থের দল।
বিরাটের দুরন্ত ৭৩, ৮ উইকেটে জয় আরসিবির
গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচে ১৬৯ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলা শুরু করেছিলেন ২ আরসিবি ওপেনার বিরাট ও ফাফ। রান রেট মাইনাসে। তাই যত দ্রুত সম্ভব রান তুলে ম্যাচ শেষ করাই লক্ষ্য ছিল। তাতে রান রেট কিছুটা যদি ভাল করা যায়। এই পরিস্থিতিতে অফফর্মের বিরাটের ব্যাটে রান পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর প্রয়োজনের সময়ই জ্বলে উঠল কিং কোহলির ব্যাট। রানের খরা কাটিয়ে ৫৪ বলে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেললেন বিরাট। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান প্রাক্তন আরসিবি অধিনায়ক। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেন ফাফ ডু প্লেসিও। রশিদ খানের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূরণ করেছিলেন বিরাট। যদিও রশিদের বলেই স্ট্যাম্প আউট হয়ে ফিরে যান তিনি। ম্যাক্সওয়েল ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আরসিবি।