বেঙ্গালুরু: আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে মাঠে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস (RCB vs DC)। নাগাড়ে চার জয় পাওয়া আরসিবিকে হারাতে পারলে দিল্লি ক্যাপিটালসের সামনে লিগ তালিকায় প্রথম চারে ঢুকে পড়ার সুযোগ রয়েছে। তবে সেই কাজটা ক্যাপিটালসকে ঋষভ পন্থকে ছাড়াই করতে হবে। তিনি এই ম্যাচের জন্য নির্বাসিত। পন্থের অনুপস্থিতিতে অভিষেক পোড়েলকে (Abhishek Porel) ক্যাপিটালসের হয়ে উইকেটের পিছনে দস্তানা হাতে দাঁড়াতে দেখা যেতে পারে। আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে তরুণ পোড়েলের প্রশংসায় পঞ্চমুখ ক্যাপিটালস কোচ পন্টিং (Ricky Ponting)।


পন্থের অনুপস্থিতিতে দিল্লি অনেক কিপার ব্যাটারকে খেলালেও তরুণ পোড়লই নজর কাড়তে সক্ষম হন। পোড়েলকে দেখেই তাঁর অনবদ্য প্রতিভার আভাস পেয়েছিলেন বলে দাবি পন্টিংয়ের। তিনি বলেন, 'এ বারের আইপিএলে আমরা অভিষেক পোড়েলের অভাবনীয় উন্নতি দেখেছি। পন্থের দুর্ঘটনার পর আমাদের কিপার হিসাবে কাউকে আনার প্রয়োজন ছিল। অনেক সিনিয়র ক্রিকেটার যার পোড়েলের থেকে অনেক বড়, তাদের আমরা খেলিয়ে দেখেছি। তবে ওকে দেখেই প্রথমবারে আমরা বিশেষ প্রতিভা বলে মনে হয়েছিল।'


পোড়েল এ মরশুমের আইপিএলে এখনও পর্যন্ত ৩৩.৩৭ গড়ে ১০ ইনিংসে মোট ২৬৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৭.৯৮। একটি অর্ধশতরান করার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। পন্টিং কিন্তু পোড়েলের ভবিষ্যত ভীষণ উজ্জ্বল বলেই মনে করেন। 'বিশেষ করে বিগত ছয় ম্যাচে আমরা ওর প্রতিভাটা আরও ভালভাবে দেখতে পেরেছি। আইপিএলে সাফল্য পেতে কী করণীয়, সেটা ধীরে ধীরে বুঝছে ও। ভিন্ন ভূমিকায়ও ওকে পরখ করে দেখেছি আমরা। প্রথম ম্যাচে যেখানে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নেমে মাত্র তিন রান করেছিল ও, সেখানে এখন তো ওপেন করা শুরু করেছে। ও এখনও পর্যন্ত খুবই ভাল খেলেছে এবং আমরা মনে হয় ওর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।'


বর্তমানে পয়েন্ট তালিকায় পাঁচে রয়েছে দিল্লি। টুর্নামেন্টের শুরুটা নড়বড়ে হলেও, শেষ চার ম্যাচের তিনটিতে জিতেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে ব্যাট হাতে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন পোড়েল। দিল্লির প্লে-অফে পৌঁছনোর জন্য যে পোড়েল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছেন, তা বলাই বাহুল্য।  


 আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: হারের হ্যাটট্রিক এড়াতে মরিয়া রাজস্থান, প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে জয় জরুরি সিএসকের