চেন্নাই: আজ থেকে শুরু হতে চলেছে আইপিএলের মহারণ। টুর্নামেন্টের প্রথম ম্য়াচই ব্লকবাস্টার। দক্ষিণী ডার্বিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bengaluru)। এই ম্যাচের ঠিক আগেরদিনই বিস্ফোরণ ঘটান মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। হঠাৎই নিজের অধিনায়কত্ব হস্তান্তরিত করার সিদ্ধান্ত জানান মাহি। হলুদ ব্রিগেডের নতুন অধিনায়ক হন রুতুরাজ গায়কোয়াড়। এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই চর্চার কেন্দ্রে আইপিএলের সফলতম (যুগ্মভাবে পাঁচ খেতাব) অধিনায়ক।


ধোনির এই সিদ্ধান্তে চারিদিকে হইচই পরে গিয়েছে। ৪২ বছর বয়সি ধোনি নিঃসন্দেহেই বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেটারদের অন্যতম। প্রায়শই না না তারকা মহাতারকার মুখে তাঁর প্রশংসা শোনা যায়। তাঁর অধিনায়কত্ব ছাড়ার এই সিদ্ধান্তের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজের সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। তিনি সেই ছবিতে হাত মেলানোর ইমোজিও ব্যবহার করেছেন। ঘটনাক্রমে, ধোনির পাশাপাশি রোহিতের আইপিএলের অধিনায়কত্বের সফরও শেষ হয়েছে। তাঁর বদলে হার্দিক পাণ্ড্যকে মুম্বই ইন্ডিয়ান্স এ মরশুমের জন্য নেতা ঘোষণা করেছে।


অপরদিকে, ধোনির কথা শোনা যায় আরেক তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) মুখেও। সিএসকের মুখোমুখি হওয়ার আগে তাঁকে এই ম্যাচ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে, তিনি ধোনিপ্রসঙ্গ টেনে আনেন। কোহলি বলেন, 'চেন্নাইয়ের বিরুদ্ধে খেলাটা সবসময়ই দারুণ বিষয়, বড় ম্যাচ। এটাকে আবার দক্ষিণী ডার্বিও বলা হয়ে থাকে। সিএসকের প্যাশনেট সমর্থকদের সামনে খেলাটা খুবই ভাল অভিজ্ঞতা। আর এমএস ধোনির সঙ্গে দেখা করেও বেশ ভাল লাগছে। বেশ অনেকদিন পর সাক্ষাৎ হল।'


 



 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: আইপিএল ২০২৪-র প্রথম ম্যাচে কেমন থাকবে আবহাওয়া? কোথায় দেখবেন সিএসকে-আরসিবি দ্বৈরথ?