বেঙ্গালুরু: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিতে আইপিএলকে পাখির চোখ করছেন বিরাট কোহলি (Virat Kohli)। যে ট্রফি জয়ের স্বাদ তিনি পাননি কোনওদিন। তার আগে মহিলাদের খেলাধুলো নিয়ে আশার কথা শোনালেন কোহলি। জানালেন সমর্থনও।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটি অনুষ্ঠানে (RCB Innovation Lab Indian Sports Summit) বক্তব্য রাখেন কোহলি। সেখানে বিরাট বলেছেন, 'মেয়েরাই মেয়েদের প্রেরণা। ওদের দিকেও এবার মনোযোগ দেওয়া উচিত। গত ৬-৭ বছরের মধ্যে আমি নিজের চোখে ওদের খেলার উন্নতি দেখলাম। যেভাবে ওদের খেলা শুরু হয়েছিল, ওদের মধ্যে বিশ্বাস প্রতিফলিত হচ্ছিল। তারপর অনেকেই যুক্ত হলেন। তারপর বিজ্ঞাপন আসতে শুরু করল। মেয়েদের ক্রিকেটেও এখন টাকা আসছে। বিনিয়োগ আসছে। তারপর ডব্লিউপিএল তো আছেই।'


বিরাট যোগ করেছেন, 'যে কোনও দেশে খেলার উন্নতির জন্য শুধু ছেলেদের দিকে তাকালে হবে না, সমষ্টিগতভাবে সকলের দিকে দেখতে হবে। ক্রীড়া সংস্কৃতিতে সকলেই রয়েছে। মেয়েদের খেলাধুলো একটা বিরাট অংশ। মহিলাদের খেলা নিয়েও অনেক পরিসংখ্যান পাওয়া যায় এখন। শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলায়। টেনিস, ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিংয়ের মতো ব্যক্তিগত খেলায় আমরা মহিলাদের সাফল্যে জোর দিচ্ছি। আমার মতে আমরা সঠিক দিকেই এগোচ্ছি। তবে আরও সমর্থন প্রয়োজন। পরিকাঠামোর আরও, আরও উন্নতি করতে হবে।'


চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। কেরিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) । এবারের টুর্নামেন্টে ব্যাট হাতেও নজর কেড়েছেন তিনি । কে-ই বা ভুলতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তাঁর দুরন্ত সেঞ্চুরি । ১০০ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।


ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নিজের চেহারাই বদলে ফেললেন বিরাট । তাঁর নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে । উচ্ছ্বসিত ভক্তরা । বলাবলি শুরু হয়ে গিয়েছে, অধরা আইপিএলে এবার নতুনব উদ্যমে ঝাঁপাবেন বিরাট । সেই কারণেই যেন নতুন চেহারায় ধরা দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। 


আরও পড়ুন: আইএসএলে মোহনবাগানের সেমিফাইনাল কবে, প্রকাশিত হল সূচি, আরও চনমনে সবুজ-মেরুন শিবির


নামী হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম বিরাটের নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । সঙ্গে কোহলিকে 'GOAT' অর্থাৎ সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবেও উল্লেখ করেছেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 


ভারতের জার্সিতে শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া বাকি সব আন্তর্জাতিক ট্রফি জেতা হয়ে গিয়েছে কোহলির । তবে এখনও আইপিএল জেতার স্বাদ পাননি তিনি । নতুন চুলের স্টাইলে কি আইপিএল ভাগ্য বদলাবে তাঁর? জোর জল্পনা ভক্তদের মধ্যে ।



আরও পড়ুন: মাত্র ২ বছর বয়সেই মৃত্যু! তারকা ক্রিকেটারের জীবনে বিপর্যয়, শোকের ছায়া বিশ্বক্রিকেটে